হাওরে মাছ শিকারে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

Lightning
স্টার অনলাইন গ্রাফিক্স

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় হাওরে মাছ শিকারে গিয়ে বজ্রপাতে বজলু মিয়া (৪৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ সময় আরও দুইজন আহত হয়েছেন।

আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জাওয়ার ইউনিয়নের বোরগাঁও গ্রামের চিকনী হাওরে এই দুর্ঘটনা ঘটে।

বজলু ওই গ্রামের মৃত রমজান আলীর ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রতিদিনের মতো আজও বিলে মাছ শিকারে গিয়েছিলেন বজলু। ভোর থেকেই আবহাওয়া মেঘাচ্ছন্ন ছিল, থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। সকাল সাড়ে ৭টার দিকে আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং মুষল ধারে বৃষ্টি শুরু হয়। বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত (ওসি) সাব্বির রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, 'এ সময় আরও দুইজন সামান্য আহত হয়েছেন।'

Comments

The Daily Star  | English

A newspaper, a nation, and the ashes of memory

The English daily contributed to exposing Hasina's tyranny and corruption.

14h ago