ভূমিকম্পে নরসিংদীতে আহত ৫৫
নরসিংদীতে ভূমিকম্পে আহত ৫৫ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নরসিংদীর সিভিল সার্জন সৈয়দ আমিরুল ইসলাম শামীম বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, নরসিংদী সদর হাসপাতালে ৪৫ জন ও জেলা হাসপাতালে ১০ জন আহত ব্যক্তি চিকিৎসা নিয়েছেন।
আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে নরসিংদী। কেন্দ্রস্থল ছিল ঘোড়াশাল উপজেলায়।
হঠাৎ ভূকম্পন অনুভূত হওয়ার পর জেলার বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পে বিভিন্ন স্থাপনার দেয়ালে ফাটলসহ ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এদিকে, নরসিংদী সদর উপজেলার গাবতলী এলাকায় একটি ভবনের ছাদ ধসে নারী ও শিশুসহ ৩ জন আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান।
প্রশাসন ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। ভূমিকম্পের পর সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন।


Comments