চুলা নিভু নিভু কেন, জানালো তিতাস

ছবি: সংগৃহীত

এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সব শ্রেণির গ্রাহক প্রান্তে শুক্রবার গ্যাসের স্বল্পচাপ থাকবে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, এলএনজি থেকে প্রাপ্ত গ্যাস সরবরাহ হ্রাস পাওয়ায় আগামীকাল ভোর ৬টা পর্যন্ত তিতাস গ‍্যাস অধিভুক্ত এলাকার সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

খিলগাঁওয়ের এক বাসিন্দা দ্য ডেইলি স্টারকে বলেন, 'প্রতিদিন সকালে নাস্তা করে সবাই বাসা থেকে কাজে বের হয়। আজকে গ্যাসের চাপ না থাকায় বিপাকে পড়তে হয়েছে।'

মিরপুর এলাকা এক গৃহিনী বলেন, 'অন্যান্য দিনের চেয়ে আজ গ্যাসের চাপ তুলনামূলক কম ছিল।'

'আজ সকাল থেকে চুলা জ্বলছে না বললেই চলে। গ্যাসের চাপ না থাকায় বাইরে থেকে সকালের নাস্তা কিনতে হয়েছে,' বলেন মোহাম্মদপুরের এক গৃহিনী।

সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

Comments