পানির অভাবে কাপ্তাইয়ে বিদ্যুৎ উৎপাদন নেমেছে ৪৬ মেগাওয়াটে

কাপ্তাই পানিবিদ্যুৎকেন্দ্র। ফাইল ছবি

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পানি কমে যাওয়ায় দেশের একমাত্র জলবিদ্যুৎকেন্দ্র কর্ণফুলী জলবিদ্যুৎকেন্দ্রে উৎপাদন কমে গেছে। কেন্দ্রটির পাঁচটি ইউনিটের দৈনিক উৎপাদন ক্ষমতা ২৪০ থেকে ২৪২ মেগাওয়াট হলেও বর্তমানে মাত্র একটি ইউনিট চালু রয়েছে। সেখান থেকে উৎপাদন হচ্ছে ৪৬ মেগাওয়াট বিদ্যুৎ।

কর্ণফুলী জলবিদ্যুৎকেন্দ্রের নিয়ন্ত্রণকক্ষ সূত্রে জানা গেছে, 'রুল কার্ভ' (পানির পরিমাপ) অনুযায়ী এ সময় হ্রদে পানির উচ্চতা থাকার কথা ১০৫ ফুট এমএসএল (মিন সি লেভেল)। কিন্তু বর্তমানে পানি আছে ৯৮ দশমিক ০৭ ফুট, যা রুল কার্ভের চেয়ে প্রায় ৭ ফুট কম।

কর্ণফুলী জলবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান বলেন, গত ডিসেম্বর থেকেই হ্রদের পানি কমতে শুরু করেছে। এ কারণে পাঁচটি ইউনিটের মধ্যে কেবল ৪ নম্বর ইউনিটটি চালু রাখা হয়েছে। বর্তমানে এই ইউনিট থেকে ৪৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।

কাপ্তাই হ্রদে সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট। সাধারণত পানির উচ্চতা ১০৭ থেকে ১০৮ ফুটের কাছাকাছি পৌঁছালে বাঁধের ১৬টি জলকপাট (স্লুইসগেট) দিয়ে কর্ণফুলী নদীতে পানি ছাড়া হয়।

১৯৬০ সালে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে এই জলবিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করা হয়।

Comments

The Daily Star  | English

Growing global focus on February 12 vote

The number of foreign observers preparing to monitor the February 12 polls has already exceeded those of the last three national elections

9h ago