বনের জমি উদ্ধারে গিয়ে সন্ত্রাসীদের হামলায় বন কর্মকর্তাসহ আহত ৫

নৌকার সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মারধরের অভিযোগ
ছবি: স্টার ডিজিটাল গ্রাফিক্স

ঢাকার সাভার উপজেলায় দখল হয়ে যাওয়া বনের জমি উদ্ধার করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় একজন কর্মকর্তা ও চারজন কর্মচারী আহত হয়েছেন।

আজ শুক্রবার দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের ছোট কালিয়াকৈর এলাকায় হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন—বিট কর্মকর্তা মো. মহিদুর রহমান, ফরেস্ট গার্ড শহীদুল্লাহ কায়সার, বজলুর রহমান বেপারী, আলাউদ্দিন ও বাগান মালি বাপ্পী হোসেন।

শহীদুল্লাহ দ্য ডেইলি স্টারকে বলেন, 'ছোট কালিয়াকৈর এলাকায় লোকমান হোসেন ঢালী নামে স্থানীয় এক সন্ত্রাসী বনের জমি দখল করে সাইন বোর্ড টানিয়েছেন এবং বেড়া দিচ্ছিলেন। সেই জমি আমরা আজ উদ্ধার করতে গিয়েছিলাম।'

'লোকমান ও তার সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র হাতে আমাদের ওপর হামলা করে। তাদের ধারালো অস্ত্রের আঘাতে আমরা পাঁচজন আহত হয়েছি,' বলেন শহীদুল্লাহ।

সহকারী বন সংরক্ষক (কালিয়াকৈর রেঞ্জ) শহিদুল হাসান শাকিল ডেইলি স্টারকে বলেন, 'বিট কর্মকর্তা মহিদুর গার্ডদের নিয়ে সাইন বোর্ডটি ভাঙা শুরু করলে লোকমানের নেতৃত্বে ১০-১৫ জন সন্ত্রাসী হামলা করে। আহত কর্মকর্তা-কর্মচারীদের প্রথম সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। মহিদুর রহমানের শরীরে আঘাত গুরুতর হওয়ায় তাকে ঢাকায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।'

বন বিভাগ মামলার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।

অভিযোগ প্রসঙ্গে জানতে লোকমান হোসেন ঢালীর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলে প্রতিবারই বন্ধ পাওয়া যায়।

জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা ডেইলি স্টারকে বলেন, 'পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

Comments

The Daily Star  | English
govt employees punishment rule

Govt employees can now be punished for infractions within 14 working days

Law ministry issues ordinance amending the Public Service Act, 2018

2h ago