খাদ্যের সন্ধানে লোকালয়ে লজ্জাবতী বানর, অবমুক্ত করা হবে সংরক্ষিত বনে

বান্দরবানের লামা উপজেলার লোকালয় থেকে বিরল ও বিপন্ন প্রজাতির এক লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে।

বন বিভাগ জানিয়েছে, এই প্রজাতির নাম স্লো লরিস। বানরটিকে আলীকদম উপজেলার মাতামুহুরী সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে।

শুক্রবার বিকেলে লামা সদর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের মেরাখোলা মুসলিমপাড়ার একটি বাড়ি থেকে লজ্জাবতী বানরটি উদ্ধার করা হয়।

লামা সদর রেঞ্জের বন কর্মকর্তা এ.কে.এম. আলতাফ হোসেন জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে স্থানীয় বাসিন্দা আব্দুল মোমিনের বাড়ির লোকজন বানরটিকে ধরে বেঁধে রেখেছিল। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বানরটি উদ্ধার করেন।

বন কর্মকর্তা আলতাফ হোসেন বলেন, 'বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানরটি বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে। পরিবেশ ও আবহাওয়া অনুকূলে থাকলে শিগগির আলীকদমের মাতামুহুরী সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে।'

স্থানীয় সাংবাদিক রফিকুল ইসলাম বন বিভাগকে বানরটির কথা জানিয়েছিলেন। তিনি বলেন, 'বন ধ্বংস হওয়ায় খাদ্যের অভাবে এসব প্রাণী লোকালয়ে চলে আসছে। অনেক সময় মানুষের হাতে প্রাণ হারাচ্ছে। বন ও জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয়দের সচেতন করতে হবে। পরিবেশ রক্ষার বিষয়টি এখন জরুরি হয়ে পড়েছে।'

এ বিষয়ে লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, 'বন্যপ্রাণী রক্ষা ও প্রকৃতি সংরক্ষণে আমরা বদ্ধপরিকর। উদ্ধার হওয়া বানরটি আমাদের হেফাজতে রয়েছে। পরিবেশ উপযোগী হলে দ্রুতই সংরক্ষিত বনে ছেড়ে দেওয়া হবে।'

এ ধরনের বন্যপ্রাণী কোথাও দেখতে পেলে হত্যা না করার অনুরোধ জানিয়েছে বন বিভাগ।

Comments

The Daily Star  | English
Sharif Osman Hadi dies in Singapore

Sharif Osman Hadi no more

Inqilab Moncho spokesperson dies in Singapore hospital

15h ago