শব্দ দূষণের বিরুদ্ধে এক বাবার লড়াই

অবস্থান কর্মসূচীতে সুজন বড়ুয়া (মাঝে), অভিষেক বড়ুয়া (বামে) ও চন্দ্রিমা বড়ুয়া (ডানে)। ছবি: স্টার

গত জুলাই থেকে ২ সন্তানের জনক সুজন বড়ুয়া চট্টগ্রামে শব্দ দূষণের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছেন।

এই উদ্যোক্তা এ পর্যন্ত ২৩টির মতো প্রোগ্রামের করেছেন। এর মধ্যে রয়েছে সচেতনতামূলক প্রচারণা, অবস্থান কর্মসূচি, বিক্ষোভ ও অনশন।

তার ২ সন্তান এসএসসি পরীক্ষার্থী অভিষেক বড়ুয়া ও সপ্তম শ্রেণির শিক্ষার্থী চন্দ্রিমা বড়ুয়া এসব কর্মসূচিতে তার সঙ্গে ছিলেন।

গত ১৭ আগস্ট চান্দগাঁও আবাসিক এলাকা থেকে আগ্রাবাদ পর্যন্ত ছেলেকে নিয়ে ১০ কিলোমিটার হেঁটে গাড়ি চালকদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন সুজন।

এ ছাড়া, বন্দরনগরীর নিউমার্কেট, জিইসি, মুরাদপুর, বহদ্দারহাট, দেওয়ানহাট, চকবাজার, গেট নং-২, টাইগারপাসসহ গুরুত্বপূর্ণ এলাকায় চালকদের সচেতন করতে কর্মসূচি পালন করেছেন তিনি।

গত ৪ অক্টোবর থেকে ৬ অক্টোবর পর্যন্ত টানা ২১ ঘণ্টা অনশন করেছেন সুজন।

কিন্তু একা পথ চলতে গিয়ে হোঁচট খাচ্ছেন তিনি। অনশন ভাঙার পর থেকে প্রচণ্ড সর্দি-কাশিসহ নানান রোগে ভুগছেন সুজন।

দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, 'অনশনের পর থেকে আমি গুরুতর অসুস্থ হয়ে পড়েছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি শব্দ দূষণ রোধে সদিচ্ছা না দেখায়, তাহলে ভবিষ্যতে আমরণ অনশন করব।'

তিনি বলেন, 'ভবিষ্যৎ প্রজন্মের ওপর শব্দ দূষণের নেতিবাচক প্রভাব সম্পর্কে চালকদের সচেতন করার চেষ্টা করছি।'

সুজন আক্ষেপ করে বলেন, 'প্রথম দিকে কেউ আমার দাবি নিয়ে চিন্তাও করেননি। কিন্তু ধীরে ধীরে অনেকেই আমার দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করছেন।'

কিন্তু শব্দ দূষণ নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো এখনো তার দাবির প্রতি উদাসীন বলেও জানান তিনি।

বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগ হলে দেশে শব্দ দূষণ রোধ হবে বলে মনে করেন সুজন।

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

1d ago