শুনানিতে গিয়ে পাহাড় কাটার দায় স্বীকার, গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানাধীন লেক ভিউ হাউজিং (লাল পাহাড়) এলাকায় পাহাড় কাটার অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করা হয়। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানাধীন লেক ভিউ হাউজিং (লাল পাহাড়) এলাকায় পাহাড় কাটার দায়ে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তারা হলেন-পাহাড়তলী এলাকার বাসিন্দা ফয়জুল্লাহ ও আকবরশাহ এলাকার বাসিন্দা মো. লিটন। 

আজ বুধবার পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ে শুনানিতে উপস্থিত হলে তাদের গ্রেপ্তার করা হয়।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিদর্শক মো. মনির হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারের পর দুজনকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

পাহাড় কাটার ঘটনায় গ্রেপ্তার ২ জনসহ ৪ জনের বিরুদ্ধে আকবরশাহ থানায় মামলা করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক হাছান আহম্মদ।

মামলার এজাহারে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী পরিচালক হাছান আহম্মদ ও পরিদর্শক মো. মনির হোসেন। সে সময় দুজনকে পাহাড় কাটতে দেখা যায়। 

হিসাব করে দেখা যায় প্রায় ১ হাজার ৫০০ ঘনফুট পাহাড় কেটে ফেলা হয়েছে। এরপর  অভিযুক্তদের শুনানিতে উপস্থিত থাকার নোটিশ দেওয়া হয়।

পরিদর্শক মনির হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'চক্রটি দীর্ঘদিন ধরে আইন কানুনের তোয়াক্কা না করে পাহাড় কাটছিল। তাদের ধরতে একাধিকবার অভিযান পরিচালনা করা হলেও আটক করা যায়নি। আজ শুনানিতে উপস্থিত হওয়ার পর তারা পাহাড় কাটার দায় স্বীকার করেন। এরপর পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী তাদেরকে আটক করে থানায় পাঠানো হয়। পরে ৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।'

Comments

The Daily Star  | English

Cabinet orders strict neutrality of govt employees during election

Directive bars interference with returning officers’ duties

Now