বস্তায় পাওয়া গেল জীবিত-মৃত পরিযায়ী পাখি

জীবিত পাখিগুলোকে পরে প্রকৃতিতে অবমুক্ত করা হয়। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জীবিত ও মৃত পরিযায়ী পাখি এবং পাখি শিকারের সরঞ্জাম জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় পাখি শিকারের অভিযোগে একজনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী উপজেলার হাইল হাওর এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

অভিযানের নেতৃত্ব দেন শ্রীমঙ্গলের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার। তার সঙ্গে ছিলেন মৌলভীবাজার বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মীরা ও র‍্যাব–৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা।

দণ্ডপ্রাপ্ত খাজা মিয়া (৫৫) হাইল হাওরের পাশের গ্রাম পশ্চিম ভাড়াউড়ার বাসিন্দা।

এসব তথ্য নিশ্চিত করে সহকারী কমিশনার সন্দ্বীপ তালুকদার দ্য ডেইলি স্টারকে বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে আমরা পাখি শিকারের বিষয়ে জানতে পারি। শিকারিরা নৌকা নিয়ে হাওরের অনেক ভেতরে থাকেন। আজ ভোর থেকেই হাওরের বিভিন্ন এলাকায় অভিযান চালাই। এক পাখি শিকারি বস্তায় করে পাখি নিয়ে রাস্তায় এলে আমরা তাকে আটক করি। পরে ওই বস্তা থেকে ৫টি পরিযায়ী পাখি উদ্ধার করা হয়।'

এগুলোর মধ্যে ৪টি পাখি জীবিত ছিল এবং সেগুলোকে পরে প্রকৃতিতে অবমুক্ত করা হয় বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English
 Editors Council

‘We have witnessed such practices in the past’

Editors' Council condemns arrest of journalist Anis Alamgir

35m ago