সৈকতে ভেসে এল মৃত ডলফিন ও কাছিম

স্টার ডিজিটাল গ্রাফিক্স

কক্সবাজারের উখিয়াতে সমুদ্র সৈকতে ভেসে এসেছে একটি মৃত ডলফিন ও একটি মৃত কাছিম। সৈকতের মোহাম্মদ শফির বিল এলাকায় সামুদ্রিক প্রাণী ২টি ভেসে আসে।

বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বিওআরআই) মহাপরিচালক ও অতিরিক্ত সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দার দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

তিনি বলেন, 'এক সপ্তাহের বেশি সময় ধরে সামুদ্রিক প্রাণী ২টি সৈকতের বালিয়াড়িতে পড়ে থাকলেও আমরা জানতে পেরেছি বুধবার সন্ধ্যায়। ভেসে আসা ইরাবতী প্রজাতির মৃত ডলফিনটির লেজ ব্যতীত দৈর্ঘ্য ৬ ফুট ও প্রস্থ ৫ ফুট ২ ইঞ্চি এবং বড় আকারের মৃত কাছিমটি অলিভ রিডলি প্রজাতির।'

তবে, সামুদ্রিক প্রাণী ২টির শরীরে পচন ধরায় মৃত্যুর কারণ নিশ্চিত করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

বেলাল হায়দার বলেন, 'বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয়দের মাধ্যমে আমরা উখিয়ার জালিয়াপালং মোহাম্মদ শফির বিল এলাকার সৈকতের বালিয়াড়িতে ১টি মৃত ডলফিন এবং ১টি মৃত কাছিম পড়ে থাকার খবর পাই। পরে বিওআরআইয়েরর একদল গবেষক ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখানে গিয়ে দেখা গেছে, মৃত অবস্থায় পড়ে থাকা ইরাবতী প্রজাতির ডলফিনটির দেহে পচন ধরেছে। ক্ষুদ্রান্ত্রের কিছু অংশ পচনের কারণে শরীর থেকে বের হয়ে গেছে। লেজের অংশ পচনের কারণে বিচ্ছিন্ন হয়ে যায়। ধারণা করা হচ্ছে- বেশ কয়েকদিন আগে সাগরে মারা যাওয়ার পর ডলফিনটি জোয়ারের পানিতে কূলে ভেসে এসেছে। পচনের কারণে ডলফিনটির মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।'

'প্রাথমিকভাবে ধারণা হচ্ছে, সাগরে কোনো জলযান বা জেলেদের জালে আটকা পড়ে মৃত্যু হয়েছে ডলফিনটির। এছাড়া কাছাকাছি ১টি অলিভ রিডলি প্রজাতির মৃত কাছিমও পড়ে থাকতে দেখা গেছে।  সৈকতে পড়ে থাকা কাছিমটিরও কয়েকদিন আগে মৃত্যু হয়েছে। এখন প্রজনন মৌসুম হওয়ায় সৈকতের বালিয়াড়িতে ডিম পাড়তে এসে কাছিমটির মৃত্যু হতে পারে,' বলেন তিনি।

সমুদ্র উপকূলে প্রাণীদের দেখভালের দায়িত্বে থাকা কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বনসংরক্ষক মো. সরওয়ার আলম বলেন, 'বুধবার সন্ধ্যায় মৃত ডলফিন সৈকতে পড়ে থাকার বিষয়টি অবহিত হয়েছি। সামুদ্রিক প্রাণী ২টির নমুনা সংগ্রহ করা হয়েছে এবং মাটিতে পুতে ফেলা হয়েছে।'

Comments

The Daily Star  | English

'Shoot directly': Hasina’s order and deadly aftermath

Months-long investigation by The Daily Star indicates state forces increased deployment of lethal weapons after the ousted PM authorised their use

11h ago