লাউয়াছড়ায় ট্রেনের সর্বোচ্চ গতি ২০ কিলোমিটার

লাউয়াছড়া
লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে যাওয়া রেললাইন। স্টার ফাইল ছবি

মৌলভীবাজারে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে ঘণ্টায় সর্বোচ্চ ২০ কিলোমিটার বেগে ট্রেন চলতে পারবে।

আজ শনিবার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজারের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'বিষয়টি নিয়ে আমরা রেলপথ মন্ত্রণালয়কে চিঠি দেওয়ার পর, মন্ত্রণালয় এ সিদ্ধান্তের বিষয়ে গত ২৯ জানুয়ারি বাংলাদেশ রেলওয়েকে একটি চিঠি দেয়। আজ আমরা চিঠিটির একটি অনুলিপি পেয়েছি।' 

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালককে দেওয়া ওই চিঠিতে লাউয়াছড়া জাতীয় উদ্যানের রেললাইনে বন্যপ্রাণীর মৃত্যু রোধ ও জীবনযাত্রা নির্বিঘ্ন করতে এই পথে চলাচলকারী সব ট্রেনের গতিসীমা ২০ কিলোমিটারের নিচে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

মো. রেজাউল করিম চৌধুরী বলেন, 'রেল বিভাগ এ সিদ্ধান্ত বাস্তবায়ন করলে জাতীয় উদ্যানের প্রাণীদের জীবনরক্ষা সম্ভব হবে। বাংলাদেশে এটিই প্রথম এ ধরনের উদ্যোগ।'
 

Comments

The Daily Star  | English
Sharif Osman Hadi dies in Singapore

Sharif Osman Hadi no more

Inqilab Moncho spokesperson dies in Singapore hospital

3h ago