পাহাড় কেটে জলাধার ভরাট, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষকে বেলার আইনি নোটিশ

আবাসিক প্রকল্প সংলগ্ন পাহাড় কেটে পাশের একটি জলাশয় ভরাট করছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। ছবি: মোকাম্মেল শুভ/স্টার

পাহাড় কেটে জলাধার ভরাট করা বন্ধ করতে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষকে (কউক) সতর্ক করে আইনি নোটিশ দিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। 

আজ মঙ্গলবার বেলার পক্ষে বেলার আইনজীবী জাকিয়া সুলতানা এ নোটিশ দেন।

কউক চেয়ারম্যানসহ ৯ জনকে এ নোটিশ দেওয়া হয়।

কক্সবাজার শহরের কলাতলীতে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের আবাসিক প্রকল্প সংলগ্ন পাহাড় কেটে জলাধার ভরাট করা হচ্ছে গত প্রায় ১০ দিন ধরে। 

প্রচলিত আইন ও আদালতের নির্দেশ অনুযায়ী, পাহাড় কাটা ও জলাশয় ভরাট করা নিষেধ। 

নোটিশে বেলা আদালতের আদেশ যথাযথ প্রতিপালনের স্বার্থে কলাতলী এলাকায় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের পাহাড় কাটা বন্ধের দাবি জানিয়েছে।

একইসঙ্গে পাহাড়ের যতটুকু অংশ কাটা হয়েছে, সেখানে দেশীয় প্রজাতির বৃক্ষ রোপণ এবং রিটেইনিং ওয়াল নির্মাণ করে সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।  

এছাড়া, কক্সবাজার জেলার বিদ্যমান পাহাড়গুলোকে ক্ষতি, ধ্বংস ও কর্তন থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা নিতে এবং পাহাড় কাটা বিষয়ে আদালতের নিষেধাজ্ঞা বাস্তবায়নের অনুরোধ জানিয়েছে বেলা।

পাশাপাশি পাহাড়কাটা মাটি দিয়ে জলাধার ভরাট কার্যক্রম বন্ধে ও ইতোমধ্যে ভরাট করা জলাশয় আগের অবস্থায় ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে নোটিশে।

Comments

The Daily Star  | English

National flag-draped coffin of Sharif Osman Hadi reaches Dhaka

Inqilab Moncho spokesperson died in Singapore after being critically injured in a shooting

57m ago