আজ ঢাকার বাতাস সংবেদনশীলদের জন্য ‘অস্বাস্থ্যকর’

Air Pollution.jpg
রাজধানীর বায়ুদূষণ। স্টার ফাইল ছবি

বাংলাদেশের জনবহুল রাজধানী শহর ঢাকার বাতাসের মান 'সংবেদনশীল গোষ্ঠীর জন্য `অস্বাস্থ্যকর' পর্যায়ে আছে।

আজ বুধবার সকাল ৯টার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ১১৬ স্কোর নিয়ে ঢাকার অবস্থান দশম।

অন্যদিকে ব্রাজিলের সাও পাওলো, সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও ভারতের দিল্লি যথাক্রমে ১৬৮, ১৫৯ ও ১৩৩ একিউআই স্কোর নিয়ে তালিকার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করেছে।

সাধারণত, একিউআই স্কোর ৫১ থেকে ১০০ এর মধ্যে থাকলে তাকে 'মাঝারি' পর্যায় হিসেবে বিবেচনা করা হয়।

১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে বাতাসের মান 'সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর', ১৫১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে 'অস্বাস্থ্যকর' মনে করা হয়।

২০১ থেকে ৩০০ এর মধ্যে স্কোরকে 'খুব অস্বাস্থ্যকর' ধরা হয় এবং ৩০১ এর বেশি স্কোরকে স্কোরকে 'ঝুঁকিপূর্ণ' হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

Comments

The Daily Star  | English

Blood Moon 2025: Dhaka witnesses total lunar eclipse

Astronomy enthusiasts and skywatchers gathered on rooftops and open spaces to witness the rare spectacle

5h ago