ঢাকায় ৬ ঘণ্টায় ৩২ মিলিমিটার বৃষ্টি, যান চলাচলে ধীরগতি

নতুন লঘুচাপের সম্ভাবনা, বৃষ্টিপাত কমে চলতি সপ্তাহে আবার বাড়তে পারে।
ছবি: পলাশ খান/স্টার

মাঝ কার্তিকের দুপুরে নেমে এলো সন্ধ্যা, কালো মেঘ গর্জে নামলো বৃষ্টি। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আজ শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ছয় ঘণ্টায় রাজধানী ঢাকায় ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।

এই সময়ে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে টাঙ্গাইলে ৫৭ মিলিমিটার। এছাড়া কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী, রাজশাহী, পাবনা, দিনাজপুর, কুষ্টিয়া, ময়মনসিংহ, নেত্রকোণা, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ ও খুলনা জেলায় বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

'লঘুচাপের প্রভাবে এই বৃষ্টি,' দ্য ডেইলি স্টারকে বলেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির।

দক্ষিণ ছত্তিসগড় ও এর আশেপাশে যে সুস্পষ্ট লঘুচাপটি অবস্থান করছিল, সেটি উত্তর-উত্তরপূর্ব দিকে এগিয়ে দুর্বল হয়ে পড়েছে। বর্তমানে এটি লঘুচাপ আকারে পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকা থেকে উত্তর-উত্তরপূর্ব দিকে এগোচ্ছে, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টির পূর্বাভাস ছিল।

সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। ফলে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য করতে পারে।

তরিফুল নেওয়াজ আরও বলেন, 'এই প্রভাব আগামীকাল থেকেই কমতে শুরু করবে।'

তিনি আরও বলেন, 'আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং এর আশেপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। লঘুচাপ সৃষ্টি হলে আগামী বুধবার থেকে আবারও বৃষ্টির প্রবণতা বাড়ার সম্ভাবনা আছে।'

তবে আগামীকালও চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ছবি: পলাশ খান/স্টার

বৃষ্টির প্রভাবে রাজধানীর বিভিন্ন এলাকায় যানবাহনের ধীরগতি এবং কোথাও কোথাও যানবাহন বিকল হয়ে পড়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

মিরপুর-১০ নম্বর সেক্টরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কার্যালয়ে সামনে জলাবদ্ধতার কারণে ধীরে চলছে যানবাহন। এছাড়া, শান্তিনগর এলাকায় বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। শাহীনবাগ এলাকায় সিভিল অ্যাভিয়েশন জামে মসজিদের বাম লেনে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এয়ারপোর্ট ফ্লাইওভারের মুখে একটি প্রাইভেটকার বিকল হয়ে পড়েছে।

অন্যদিকে, কাওলা ও খিলক্ষেত ফ্লাইওভারের গোড়ায় পানি জমে যাওয়ায় একটি লেন দিয়ে যান চলাচল করছে। প্রগতি সরণিতে যমুনা ফিউচার পার্কের সামনে বৃষ্টির পানি জমায় ধীরগতি রয়েছে।

রাজধানীর মিরপুরের এক বাসিন্দা ডেইলি স্টারকে বলেন, 'বৃষ্টি কারণে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় অফিস ছুটির সময় ভোগান্তিতে পড়তে হয়। শেওড়াপাড়া থেকে ৬০ ফুট সড়কের পাকা মসজিদ এলাকায় সাধারণত পায়ে হেঁটে যে পথে চলা যায়, সেখানে প্রায় সবাইকে রিকশা নিতে হয়েছে।'

'চাহিদার তুলনায় রিকশার সংখ্যা কম থাকায় একদিকে যেমন অপেক্ষা করতে হয়েছে, অন্যদিকে ভাড়াও গুনতে হয়েছে বেশি। সাধারণত এই দূরত্বের ভাড়া ২০ টাকা। তবে আজ ৩০ টাকা দিতে হয়েছে,' জানান তিনি।

এদিন সন্ধ্যায় কারওয়ানবাজার থেকে উত্তরা চার নম্বর সেক্টরের উদ্দেশে রওনা হন একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী। তিনি তার ভোগান্তির কথা জানিয়ে বলেন, প্রায় পুরো রাস্তায় ধীরগতি ছিল। বিজয় সরণি, মহাখালী এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় অন্যান্য দিনের তুলনায় গন্তব্যে পৌঁছাতে বেশি সময় লেগেছে।

ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের উপকমিশনার (ডিসি) গৌতম কুমার বিশ্বাস রাত পৌনে ৯টার দিকে ডেইলি স্টারকে বলেন, 'বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় মিরপুর, কল্যাণপুরসহ বিভিন্ন এলাকায় যান চলাচলে এখনো ধীরগতি রয়েছে।'

Comments

The Daily Star  | English

How Bangladesh fought a global war without guns

Prof Rehman Sobhan recounts the lesser-known diplomatic battle of 1971

2h ago