উপসর্গ প্রকাশের আগেই জানা যাবে করোনার উপস্থিতি

মঙ্গলবার দুপুরে বিএসএমএমইউতে এই কিটের ব্যবহারিক কার্যক্রমের উদ্বোধন হয়। ছবি: সংগৃহীত

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর), বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) যৌথ গবেষণায় করোনাভাইরাস শনাক্তকরণে কিট উদ্ভাবিত হয়েছে।

নতুন উদ্ভাবিত এ কিটের মাধ্যমে উপসর্গ প্রকাশের আগেই করোনা ভাইরাসের উপস্থিতি জানা যাবে।

আজ মঙ্গলবার দুপুরে বিএসএমএমইউতে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এর উদ্বোধন করেন। 

তিনি জানান, এই কিটের মাধ্যমে দেশের মানুষকে স্বল্প খরচে নির্ভুলভাবে করোনা শনাক্তকরণ সেবা দেওয়া সম্ভব হবে। সারা দেশে এই কিট সরবরাহ করা হবে এবং এর ফলে বিদেশ থেকে কিট আমদানির প্রয়োজন হবে না।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, এই কিটের ন্যূনতম শনাক্তকরণ ক্ষমতা ১০০ কপি ভাইরাস/মিলি, যেখানে আমদানি করা অন্য কিটগুলোর শনাক্তকরণ ক্ষমতা ১ হাজার কপি ভাইরাস/মিলি। অর্থাৎ বিসিএসআইআরের কোভিড কিট দিয়ে ন্যূনতমসংখ্যক ভাইরাস শনাক্ত করা যাবে। ফলে রোগের উপসর্গ প্রকাশের আগেই ভাইরাসের উপস্থিতি জানা সম্ভব হবে। 

এছাড়া এ কিটের উৎপাদন খরচ বাণিজ্যিক কিটগুলোর চেয়ে কম, প্রতি শনাক্তকরণ পরীক্ষায় খরচ হবে ২৫০ টাকা। 

এই কিটটি আলফা, বিটা, গামা, ডেল্টা, ওমিক্রনসহ সব ধরনের ভ্যারিয়েন্ট শনাক্ত করতে সক্ষম বলেও জানানো হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিএসএমএমইউর ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আফজালুন নেছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আহসান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিএসআইআরের চেয়ারম্যান অধ্যাপক ড. আফতাব আলী শেখ।

Comments

The Daily Star  | English
Yunus off to Japan on four-day official visit

Yunus off to Japan on four-day official visit

The chief adviser left Hazrat Shahjalal International Airport for Tokyo at 2:10am

36m ago