বাড়ছে করোনা: ২৪ ঘণ্টায় ঢাকায় ১০ রোগী শনাক্ত

দেশে করোনার সংক্রমণ বাড়ছে, নতুন ভ্যারিয়েন্ট নিয়ে শঙ্কা
প্রতীকী ছবি | সংগৃহীত

দেশে আবারও করোনাভাইরাসের প্রকোপ বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ১০ জন শনাক্ত হয়েছেন। তারা সবাই ঢাকায় শনাক্ত হয়েছেন।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১০৭ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার নয় দশমিক ৩৫ শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ৫১ হাজার ৭৭০ জনের করোনা শনাক্ত হলো। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ৩৮০ জন।

Comments

The Daily Star  | English
metro rail run time

DMTCL cancels all leaves of metro rail staff amid security concerns

All types of leave suspended for staff at metro rail offices, depots, and stations

47m ago