সোমালিল্যান্ডে নিরাপত্তা বাহিনীর সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে নিহত ২১০

সোমালিল্যান্ডে সংঘর্ষ
ছবি: টিআরটি থেকে নেওয়া

সোমালিয়ার স্বশাসিত সোমালিল্যান্ড অঞ্চলের লাস আনোদ শহরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে স্থানীয়দের টানা ২৪ দিনের সংঘর্ষে অন্তত ২১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬৮০ জন।

আজ শুক্রবার তুরস্কের সরকারি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গতকাল বৃহস্পতিবার লাস আনোদ শহরের মেয়র আবদিরহিম আলি ইসমাইল সংবাদ সম্মেলনে বলেন, 'নিরাপত্তা বাহিনীর সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে ২১০ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৬৮০ জন।'

তিনি জানান, গত ৬ ফেব্রুয়ারি সংঘর্ষ শুরু হয়ে তা ২৪ দিন চলে। এ ঘটনায় অন্তত ২ লাখ পরিবার বাস্তুচ্যুত হয়েছে।

১৯৯১ সালে সোমালিয়া থেকে সোমালিল্যান্ড অঞ্চল স্বাধীনতা ঘোষণা করলেও আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি।

স্বশাসিত সোমালিল্যান্ড ও এর প্রতিবেশী আধা স্বায়ত্তশাসিত পুন্তল্যান্ড অঞ্চল উভয়েই বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ লাস আনোদ শহরকে নিজেদের বলে দাবি করে।

প্রতিবেদনে আরও বলা হয়, সোমালিল্যান্ডের সুল অঞ্চলের লাস আনোদে গোত্র প্রধানরা সোমালিয়ার ফেডারেল সরকারের প্রতি সমর্থন ও সোমালিল্যান্ড সরকারকে সুল অঞ্চল থেকে সেনা সরানোর আহ্বান জানিয়ে বিবৃতি দিলে এই সংঘর্ষ শুরু হয়।

মেয়র ইসমাইল আরও জানান, সংঘর্ষে লাস আনোদ শহরের ব্যাপক ক্ষতি হয়েছে। এ কারণে সেখানে বিদ্যুৎ ও পানি সরবরাহ বিঘ্নিত হয়েছে।

'সব সরকারি ভবনে বোমা হামলা হয়েছে। এমনকি, এখানকার প্রধান হাসপাতালের ব্লাড ব্যাংক ও আইসিইউ বিভাগেও বোমা হামলা হয়েছে,' যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English
Sharif Osman Hadi dies in Singapore

Sharif Osman Hadi no more

Inqilab Moncho spokesperson dies in Singapore hospital

10h ago