অস্কারজয়ী অভিনেতা জিন হ্যাকম্যান ও স্ত্রীর ‘রহস্যজনক’ মৃত্যু

জিন হ্যাকম্যান। ছবি: রয়টার্স

দুবার অস্কারজেতা কিংবদন্তি অভিনেতা জিন হ্যাকম্যানকে তার স্ত্রী বেটসি আরাকাওয়া ও তাদের পোষা কুকুরসহ বাসায় মৃত অবস্থায় পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের সান্তা ফে কাউন্টির শেরিফের কার্যালয়ের বরাত দিয়ে এই খবর জানায় রয়টার্স।

শেরিফের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, বুধবার স্থানীয় সময় দুপুরে ৯৫ বছর বয়সী অভিনেতা ও তার ৬৪ বছর বয়সী স্ত্রীকে মৃত অবস্থায় পায় পুলিশ।

বিবৃতিতে আরও বলা হয়, 'এই মুহূর্তে তাদের মৃত্যুর পেছনে কোনো অপরাধমূলক কার্যকলাপের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি, তবে মৃত্যুর সঠিক কারণ এখনো নির্ধারণ করা হয়নি। এ নিয়ে তদন্ত চলছে।'

১৯৬০-র দশকের শুরুতে অভিনয় জগতে প্রবেশ করা হ্যাকম্যান তার দীর্ঘ ক্যারিয়ারে ৮০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন।

১৯৬৭ সালের 'বনি অ্যান্ড ক্লাইড' সিনেমায় অভিনয়ের জন্য প্রথমবারের মতো অস্কারের মনোনয়ন পান। ১৯৭১ সালে 'আই নেভার স্যাং ফর মাই ফাদার' ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে অস্কারের মনোনয়ন পান।

এর পরের বছরই অবশ্য অস্কার জেতেন তিনি। উইলিয়াম ফ্রিডকিনের থ্রিলার 'দ্য ফ্রেঞ্চ কানেকশন' ছবিতে নিউইয়র্ক পুলিশের গোয়েন্দা পপাই ডয়েলের চরিত্রে অভিনয় করে তিনি সেরা অভিনেতা বিভাগে পান এই পুরস্কার।

১৯৯৩ সালে ক্লিন্ট ইস্টউডের ওয়েস্টার্ন 'আনফরগিভেন'-এ একজন নির্মম শেরিফের চরিত্রে অভিনয় করে সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে অস্কার জেতেন হ্যাকম্যান।

Comments

The Daily Star  | English

SC Secretariat Ordinance: Judges may hold executive posts

Lower court judges will be able to hold executive positions in the law ministry as well as state entities even after the establishment of a Supreme Court secretariat aimed at keeping the judiciary free from the executive’s influence, says a draft ordinance.

4h ago