মরু উত্তাপের মাঝে মক্কায় জড়ো হচ্ছেন হজযাত্রীরা

কাবা শরীফে হজযাত্রীরা জমায়েত হচ্ছেন। ছবি: এএফপি
কাবা শরীফে হজযাত্রীরা জমায়েত হচ্ছেন। ছবি: এএফপি

তীব্র মরু তাপদাহের মধ্যে এবার বার্ষিক হজ পালনের জন্য বিশ্বের বিভিন্ন দেশের ১০ লক্ষাধিক মুসলিম পবিত্র মক্কা নগরীতে ভিড় করছেন।

অবৈধ হজযাত্রী দমনে ব্যাপক অভিযান ও প্রচণ্ড গরমে আরও নিরাপদ হজ আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছে কর্তৃপক্ষ।

গত বছরের হজের সময় সৌদি আরবের তাপমাত্রা ৫১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। এই তীব্র তাপপ্রবাহে এক হাজার ৩০১ হজযাত্রী মারা যান। সেই অভিজ্ঞতা মাথায় রেখে এবার অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছে।

চলতি সপ্তাহেই হজ শুরু হওয়ার কথা রয়েছে। সে সময় দিনের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

হজ ইসলাম ধর্মের পাঁচটি মূল স্তম্ভের একটি এবং প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের জন্য জীবনে অন্তত একবার তা পালন করা ফরজ।

শুক্রবার পর্যন্ত ১৩ লাখেরও বেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

গত বছরের প্রচণ্ড তাপপ্রবাহের পর এবারের হজে তাপজনিত অসুস্থতা মোকাবিলায় ৪০টিরও বেশি সরকারি সংস্থা ও আড়াই লাখ কর্মী নিয়োজিত রয়েছে।

সৌদি হজমন্ত্রী তাওফিক আল-রাবিয়া এএফপিকে জানিয়েছেন, হজযাত্রীদের প্রশান্তি নিশ্চিতে অতিরিক্ত ৫০ হাজার বর্গমিটার ছায়াঘেরা এলাকা প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি হাজারো চিকিৎসাকর্মী প্রস্তুত রাখা হবে এবং ৪০০টিরও বেশি শীতলীকরণ ইউনিট মোতায়েন করা হবে।

আজ সোমবার তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যায়।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইতোমধ্যে ৪৪ হজযাত্রী হিটস্ট্রোক করেছেন।

এ বছর হজ ব্যবস্থাপনায় সর্বাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। নতুন ড্রোন বহর থেকে পাওয়া ভিডিওসহ বিপুল তথ্য ও ফুটেজ বিশ্লেষণ করে জনসমাগম নিয়ন্ত্রণে সহায়তা করা হচ্ছে।

তীব্র গরম সত্ত্বেও পবিত্র নগরীতে এসে আবেগে আপ্লুত হজযাত্রীরা।

'খুবই, খুবই, খুবই গরম'

মিনায় হজযাত্রীদের তাঁবু। ছবি: এএফপি
মিনায় হজযাত্রীদের তাঁবু। ছবি: এএফপি

'এটা আল্লাহর পক্ষ থেকে সত্যিই এক আশীর্বাদ,' বলেন গ্র্যান্ড মসজিদের কাছে দাঁড়িয়ে থাকা ফিলিপাইনের আইনজীবী ও শরিয়া পরামর্শক আব্দুল মাজিদ আতী।

'আমরা এখানে খুব শান্তি ও নিরাপত্তা অনুভব করছি।'

নাইজেরিয়ার ২৭ বছর বয়সী আবদুলহামিদ দ্বিতীয়বারের মতো হজ করতে পেরে 'খুব খুশি'। তবে তিনি বলেন, 'আমি কখনোই রোদচশমা ছাড়া বের হই না। এখানে আবহাওয়া খুবই, খুবই, খুবই গরম।'

চাঁদের ভিত্তিতে নির্ধারিত ইসলামি বর্ষপঞ্জি অনুযায়ী হজের মূল আনুষ্ঠানিকতাগুলো এবারও জুন মাসে অনুষ্ঠিত হচ্ছে।

গত বছর মৃতদের বেশিরভাগই ছিলেন অবৈধ হজযাত্রী। তাদের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত তাঁবু ও বাসের ব্যবস্থা ছিল না।

এবারের হজ সামনে রেখে সৌদি কর্তৃপক্ষ নিবন্ধনবিহীন, অবৈধ হজযাত্রীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়েছে। প্রয়োজন অনুসারে নিয়মিত অভিযান, ড্রোন নজরদারি ও মোবাইলে সতর্কবার্তা পাঠানো হয়েছে।

আটক ও নির্বাসন

কাবা শরীফে হজযাত্রীরা জমায়েত হচ্ছেন। ছবি: এএফপি
কাবা শরীফে হজযাত্রীরা জমায়েত হচ্ছেন। ছবি: এএফপি

নির্দিষ্ট কোটার ভিত্তিতে দেশগুলোকে হজের অনুমতিপত্র (পারমিট) দেওয়া হয় এবং লটারির মাধ্যমে ব্যক্তিগতভাবে বিতরণ করা হয়।

তবে যাদের পারমিট পাওয়ার সামর্থ্য নেই, তাদের অনেকেই অনুমতি ছাড়া হজ করার চেষ্টা করেন। তবে ধরা পড়লে গ্রেপ্তার ও নিজ দেশে ফেরত পাঠানোর ঝুঁকি থাকে।

এ ছাড়া যারা হজ মৌসুমে মক্কায় বেআইনিভাবে প্রবেশ করে ধরা পড়েন, তাদের বড় অঙ্কের জরিমানা এবং সৌদি আরবে আবারও প্রবেশের ক্ষেত্রে ১০ বছরের নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হয়।

হজের বিশাল জমায়েত অতীতে অনেক বিপদের কারণ হয়েছে। সর্বশেষ ২০১৫ সালে 'শয়তানকে পাথর নিক্ষেপের' সময় ক্রেন দুর্ঘটনায় মিনায় পদদলিত হয়ে প্রায় দুই হাজার ৩০০ মানুষ মারা যান, যা হজের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা।

৫২ বছর বয়সী সেনেগালির হাজী মারিয়ামা বলেন, 'আমি সারাজীবন এই স্বপ্ন দেখেছি, সবসময় মনে মনে চাইতাম, কখন মক্কায় গিয়ে হজ করতে পারব।'

সৌদি বাদশাহ 'মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদের খাদেম' হিসেবে পরিচিত।

Comments

The Daily Star  | English

Teachers withdraw suspension, vow to continue protest

An hour after announcing the suspension of their work abstention, government primary school teachers last night declared that they would continue their protest.

4h ago