ইরানের হামলায় তেল আবিবে মার্কিন দূতাবাসের শাখা ভবন ক্ষতিগ্রস্ত

ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের নাবলুস থেকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দৃশ্য দেখা যাচ্ছে। ছবি: এএফপি
ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের নাবলুস থেকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দৃশ্য দেখা যাচ্ছে। ছবি: এএফপি

ইসরায়েলি শহর তেল আবিবে যুক্তরাষ্ট্রের দূতাবাসের একটি ভবন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

আজ সোমবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি জানান, তেল আবিবে দূতাবাসের একটি ভবনের কাছে ক্ষেপণাস্ত্র হামলা হয়। ওই হামলায় ভবনটির সামান্য ক্ষতি হয়। এই ঘটনায় কোনো মার্কিন নাগরিক হতাহত হননি।

সোমবার একাধিক ইসরায়েলি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এর আগে ইরানের অভ্যন্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইসরায়েল।

টানা চার দিন ধরে চলছে ইরান-ইসরায়েলের সংঘাত। ইতোমধ্যে উভয় পক্ষ আরও মারাত্মক হামলার হুমকি দিয়েছে।

এএফপির ছবিতে তেল আবিবের উপকূলে বেশ কিছু ক্ষতিগ্রস্ত ভবন দেখা গেছে।

হাকাবি সামাজিক মাধ্যম এক্সে লিখেন, 'তেল আবিবে মার্কিন দূতাবাসের শাখা অফিসের কাছে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানলে ভবনটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো মার্কিন নাগরিক হতাহত হননি।'

তিনি আরও জানান, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জেরুজালেমে মার্কিন দূতাবাসের কার্যক্রম আজ সোমবার বন্ধ থাকবে।

বেশ কয়েক দশকের শত্রুতা ও পরোক্ষ সংঘাতের পর গত শুক্রবার ইরানের বিরুদ্ধে পূর্ণ মাত্রার আগ্রাসন শুরু করে ইসরায়েল। এরপর ইরানও শুরু করে পাল্টা হামলা। দুই আঞ্চলিক শক্তিধর দেশের এই সংঘাত দীর্ঘদিন ধরে চলতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিশ্লেষকরা। এতে মধ্যপ্রাচ্যে সামগ্রিকভাবে অস্থিতিশীল পরিস্থিতি দেখা দিতে পারে।

ইসরায়েলের দাবি, তাদের হামলায় ইরানের সামরিক ও পরমাণু অবকাঠামো ধ্বংস হয়েছে এবং বেশ কয়েকজন শীর্ষ কমান্ডার ও পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন।

ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ছবি: এএফপি
ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ছবি: এএফপি

তবে গতকাল রোববার এক মার্কিন কর্মকর্তা জানান, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার পরিকল্পনা থেকে ইসরায়েলকে সরে আসতে বাধ্য করেছেন ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প উভয় পক্ষকে চুক্তি করতে ও সংঘাত থামানোর আহ্বান জানান।

 

Comments

The Daily Star  | English

ICT may accept Badruddin Umar's testimony as evidence

As key witness, Umar had given statement to the IO, prosecution says

1h ago