প্রেসিডেন্টসহ ইরানের শীর্ষ নেতাদের হত্যায় ৬ বোমা ফেলেছিল ইসরায়েল

ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুবার্ষিকীতে বক্তব্য রাখছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: এএফপি

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ দেশটির শীর্ষ নেতাদের হত্যার উদ্দেশ্যে বোমা হামলা করেছিল ইসরায়েল।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান নিজেই বিষয়টি স্বীকার করেছেন।

আজ রোববার আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়—গত সপ্তাহে এক সাক্ষাত্কারে ইরানের প্রেসিডেন্ট জানান যে, ১২ দিনের যুদ্ধ চলাকালে তিনিসহ শীর্ষ নেতারা যেখানে বৈঠক করছিলেন, সেখানে বোমা হামলা করে তাদের হত্যার চেষ্টা করেছিল ইসরায়েল।

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলি লারিজানিসহ অন্য কর্মকর্তারাও পৃথকভাবে একই দাবি করেছেন।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সির প্রতিবেদনে সেই হামলার বিস্তারিত তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন অনুসারে, গত ১৬ জুন সকালে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের এক বৈঠককে লক্ষ্য করে বোমা হামলা চালায় ইসরায়েল।

এতে আরও বলা হয়, তেহরানের পশ্চিমে এক ভূগর্ভস্থ কাঠামোতে সেই বৈঠক চলছিল। সেই কাঠামোর প্রবেশ ও বহির্গমন পথ ধ্বংস এবং বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করতে ছয়টি বোমা ফেলে ইসরায়েল।

তবে ইরানি নেতারা জরুরি বহির্গমন পথ ব্যবহার করে সেখান থেকে বেরিয়ে আসেন। সেসময় পেজেশকিয়ান পায়ে 'সামান্য আঘাত' পান।

ফারস জানায়, নির্ভুল এই হামলার জন্য ইসরায়েলিদের কাছে কীভাবে গোয়েন্দা তথ্য পৌঁছাল, সে বিষয়ে গভীরভাবে তদন্ত চলছে।
ওই হামলার সপক্ষে ভিডিও দিয়েছে ফারস। এতে সেদিন সকালে তেহরানের পশ্চিমে চিতগার জেলায় একটি পাহাড়ের পাশে ইসরায়েলি বোমা হামলায় ধোঁয়া উড়তে দেখা যায়।

তবে আল জাজিরা নিরপেক্ষভাবে ভিডিওটি ও ইরানের শীর্ষ নেতাদের হত্যায় ইসরায়েলি প্রচেষ্টার দাবির সত্যতা যাচাই করতে পারেনি।

 

 

Comments

The Daily Star  | English

Election process must stay on track

Leaders of four political parties yesterday pledged to build a society free from corruption, protect the rights and safety of people of all walks of life, and promote good governance and balance of power at the highest levels of the government.

5h ago