ট্রাম্পের ৩০ শতাংশ শুল্কের জবাব দেওয়ার পরিকল্পনা করছে ইইউ

ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন। ফাইল ছবি: রয়টার্স
ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন। ফাইল ছবি: রয়টার্স

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সব পণ্যের উপর শুল্ক আরোপের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার প্রতিক্রিয়ায় সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন জোটের প্রেসিডেন্ট। তবে এর আগে ১ আগস্ট পর্যন্ত আলোচনা ও দরকষাকষি অব্যাহত থাকবে।

আজ রোববার জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে ও বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করা হয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন বলেছেন, অর্থনৈতিক স্বার্থ সুরক্ষায় 'সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ' নেওয়া হবে।

ইউরোপীয় ইউনিয়নের সব পণ্যের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৩০ ভাগ শুল্ক আরোপের ঘোষণার পর এমন মন্তব্য করেন ইইউ প্রেসিডেন্ট।

প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন বলেন, '১ আগস্টের আগে পর্যন্ত একটি চুক্তিতে পৌঁছাতে কাজ করে যাবে জোট।'

পাশাপাশি তিনি স্মরণ করিয়ে দেন, ইউরোপীয় ইউনিয়ন নিজের স্বার্থ সুরক্ষায় সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত।

ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণা

শনিবার নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ইইউর পণ্যের ওপর ৩০ ভাগ শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ আগস্ট থেকে নতুন এই শুল্ক কার্যকর হবে।

চলতি বছরের জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকেই শুল্ক আরোপের কথা বলে আসছিলেন ডোনাল্ড ট্রাম্প। এরই ধারাবাহিকতায় গত এপ্রিলে বিশ্বের বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপের পর তা ৯০ দিনের জন্য প্রত্যাহার করে নেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্টের দাবি, বাণিজ্য ঘাটতি দূর করতে এসব উদ্যোগ নিচ্ছে হোয়াইট হাউস।

তবে বিশ্লেষকেরা বলছেন, এমন শুল্ক আরোপের ফলে বিশ্ব বাজারে অস্থিরতা তৈরি হতে পারে এবং সেই সঙ্গে তা যুক্তরাষ্ট্রের অর্থনীতিকেও ক্ষতিগ্রস্ত করতে পারে।

ইউরোপিয়ান পার্লামেন্টের ইন্টারন্যাশনাল ট্রেড কমিটির প্রধান বেয়ার্ন লাংগে। ফাইল ছবি: সংগৃহীত
ইউরোপিয়ান পার্লামেন্টের ইন্টারন্যাশনাল ট্রেড কমিটির প্রধান বেয়ার্ন লাংগে। ফাইল ছবি: সংগৃহীত

এদিকে, ইইউর পণ্যের ওপর ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপকে 'মুখের উপর চড় দেওয়া' বলে মন্তব্য করেছেন ইউরোপীয় পার্লামেন্টের ইন্টারন্যাশনাল ট্রেড কমিটির প্রধান বেয়ার্ন লাংগে।

এ বিষয়ে তিনি অবিলম্বে পাল্টা পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

Comments

The Daily Star  | English
gopalganj violence latest update

25 arrested so far in connection with Gopalganj violence: home adviser

"The agencies had information, but not about the extent of the violence"

42m ago