বিচ্ছেদের পথে নিকোল কিডম্যান-কিথ আরবান

অ্যাওয়ার্ড অনুষ্ঠানে নিকোল ও কিথ। ফাইল ছবি: রয়টার্স
অ্যাওয়ার্ড অনুষ্ঠানে নিকোল ও কিথ। ফাইল ছবি: রয়টার্স

তাদের দেখা হওয়া, ভালোবাসা থেকে বিয়ে—পুরোটাই যেন এক রূপকথার গল্প। একজন হলিউডের শীর্ষ অভিনেত্রী, অপরজন কান্ট্রি মিউজিকের দিকপাল। ১৯ বছর সুখে-দুখে, আনন্দ-বেদনায় একসঙ্গে চলার পর এলো ছন্দপতন।

জানা গেছে, দাম্পত্য জীবনে বিরতি নিয়ে আলাদা থাকতে শুরু করেছেন হলিউডের অভিনেত্রী নিকোল কিডম্যান ও গায়ক কিথ আরবান।

আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ও বার্তা সংস্থা রয়টার্স।

তবে তারা বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন কী না, তা আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়নি।

সিএনএন নিশ্চিত করেছে, অস্কার বিজয়ী অভিনেত্রী নিকোল ও গ্র্যামি জয়ী কান্ট্রি গায়ক-গিটারিস্ট কিথ আরবান আলাদা থাকছেন। ২০০৬ সালে তাদের বিয়ে হয়।

দম্পতির সানডে রোজ (১৭) ও ফেইথ মার্গারেট (১৪) নামে দুই কন্যা সন্তান আছে।

এ বিষয়টি নিয়ে সবার আগে টিমজি ওয়েবসাইট সংবাদ প্রচার করে।

টিএমজির প্রতিবেদন মতে, এতদিন নিকোল ও কিথ যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিল শহরে একসঙ্গে বসবাস করছিলেন। কিন্তু গ্রীষ্মের শুরুতে একই শহরে আলাদা বাসা নিয়ে সেখানে চলে যান কিথ।

টিএমজি ও পিপল ম্যাগাজিন জানিয়েছে, বিচ্ছেদের বিপক্ষে ছিলেন নিকোল। তিনি তাদের বৈবাহিক সম্পর্ক টিকিয়ে রাখার জন্য প্রাণান্তকর চেষ্টা চালান।

মন্তব্যের জন্য সিএনএন উভয় তারকার প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছে। তবে তারা এখনো কোনো সাড়া দেননি।

কিথ (৫৭) ও নিকোল (৫৮)অস্ট্রেলিয়ায় তাদের ক্যারিয়ার শুরু করেন। উভয়ই অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্রের যুগ্ম নাগরিক। ২০০৫ সালে হলিউডের এক অনুষ্ঠানে দুইজনের দেখা হয়। পরের বছর সিডনিতে তারা বিয়ে করেন।

এর আগে ১৯৯০ থেকে ২০০১ সাল পর্যন্ত টম ক্রুজের স্ত্রী ছিলেন নিকোল। সে সময় ইসাবেল জেইন (৩২) ও কনর (৩০) নামে দুই সন্তান দত্তক নেন তারা। অস্ত্রে

Comments

The Daily Star  | English
Tejgaon College protest today

Traffic resumes after students leave Farmgate around 1:00pm

Roads gridlocked for hours due to demo protesting Tejgaon College student's death

3h ago