জাপানের সুপারশপে ‘রাগান্বিত’ ভালুক, যা হলো তারপর

বিখ্যাত লেখক ও 'আত্মোন্নয়ন গুরু' ডেল কার্নেগি বলেছিলেন, 'রেগে গেলেন, তো হেরে গেলেন'। ওই নীতি ব্যক্তিগত জীবনে অনেক মানুষ মেনে চললেও প্রাণিজগতে এখনো সে দর্শন পৌঁছেনি। অন্তত জাপানের এক ভালুকের কাণ্ড দেখে তেমন মনে হয়নি।
আজ বুধবার রাগান্বিত ভালুকের তাণ্ডবের খবরটি প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।
সাম্প্রতিক বছরগুলোয় জাপানে ভালুকের 'মানবদর্শনের' মাত্রা বেড়ে গেছে। এমনকি, আবাসিক এলাকাতেও তাদেরকে দেখা গেছে।
এর পেছনে মূল কারণ হিসেবে বিশেষজ্ঞরা কমতে থাকা জনসংখ্যা ও জলবায়ু পরিবর্তনকে দায় দিয়েছেন।
জাপানের রাজধানী টোকিওর উত্তরে গুনমা প্রিফ্যাকচারে নুমাতা শহরে এক সুপারশপে সাড়ে চার ফুট লম্বা (এক দশমিক চার মিটার) এক প্রাপ্তবয়স্ক ভালুক ঢুকে পড়ে।

রাগের মাথায় ভালুকটি এক ব্যক্তিকে (৭০) আঘাত করে। ৬০ এর ঘরে বয়স এমন অপর এক ব্যক্তিও ভালুকের রোষানলের শিকার হয়।
স্থানীয় পুলিশ ও দমকল কর্মকর্তারা গত মঙ্গলবারের এই ঘটনার কথা জানিয়েছেন।
পার্বত্য এলাকার কাছেই ওই সুপারশপের অবস্থান। তবে এর আগে কখনো সেখানে ভালুকের তাণ্ডব দেখা দেয়নি।
স্বপ্ন ও আগোরার মতো সুপারস্টোর চেইন 'ফ্রেসে নুমাতা ওনডা সুপারমার্কেট'-এর ব্যবস্থাপনা ও পরিকল্পনা বিভাগের কর্মকর্তা হিরোশি হোরিকাওয়া বলেন, 'ভালুকটি মূল ফটক দিয়ে সুপারশপে ঢুকে। সে প্রায় চার মিনিটের মতো দোকানের ভেতর ছিল।'
'সে মাছ রাখার কেইসে বেয়ে ওঠার চেষ্টা করে ব্যর্থ হয়। কেইসটি ভেঙে ফেলে। অ্যাভোকাডোর স্তূপ ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় এবং সেগুলো পা দিয়ে মাড়িয়ে যায়,' যোগ করেন তিনি।
সুপারশপের ম্যানেজার স্থানীয় গণমাধ্যমকে জানান, ভালুকের এই 'তাণ্ডব' চলার সময় সুপারশপে অন্তত ৩০-৪০ জন ক্রেতা ছিলেন।
'সে হন্যে হয়ে বের হওয়ার রাস্তা খুঁজে বেড়াচ্ছিল। কিন্তু, পথ না পেয়ে বেশ রেগে যায় ভালুকটি,' বলেন তিনি।

আজ বুধবার পৃথক এক ঘটনায় উত্তরাঞ্চলের ইওয়াতে অঞ্চলে এক কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। একটি প্রাপ্তবয়স্ক ভালুক ও তার বাচ্চার হামলায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধারণা করছে স্থানীয় পুলিশ।
জাপানের পরিবেশ দপ্তর জানিয়েছে, এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে ভালুকের আঘাতে দেশটিতে অন্তত ১০৮ জন আহত ও পাঁচজন নিহত হয়েছেন।
গত রোববার শিরাকাওয়া-গো গ্রামে এক স্প্যানিশ পর্যটকের ওপর হামলা চালায় অপর এক ভালুক।
Comments