বৈঠকে বসেছেন ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং

দক্ষিণ কোরিয়ার বুসানে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শি জিনপিং। ছবি: রয়টার্স

বাণিজ্যবিরোধ নিরসনের লক্ষ্যে দক্ষিণ কোরিয়ার বুসানে বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ট্রাম্পের শুরু করা শুল্কযুদ্ধের মধ্যে এই বৈঠকের দিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব।

বৈঠক শুরুর আগে ট্রাম্প আলোচনা ফলপ্রসু হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, 'আমি মনে করি, আমরা একটি চুক্তিতে পৌঁছাতে পারব।' চীনা পণ্যের ওপর থেকে শুল্ক কমানোরও ইঙ্গিত দেন তিনি।

স্থানীয় সময় আজ বৃহস্পতিবার বুসানের গিমহে আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরপরই ট্রাম্প ও শি জিনপিং নিরাপত্তার চাদরে মোড়া একটি সামরিক ঘাঁটিতে বৈঠকে বসেন। বৈঠকের শুরুতে দুই নেতা করমর্দন করে ফটোসেশনে অংশ নেন। এ সময় ট্রাম্প বলেন, 'আমাদের বৈঠক খুবই সফল হবে।' চীনা প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, 'তিনি (শি) খুবই কঠিন আলোচক।' বাণিজ্য চুক্তি ঘোষণার বিষয়ে জানতে চাইলে মাত্র দুই শব্দে ট্রাম্প বলেন, 'হতেও পারে।'

২০১৯ সালের পর এই প্রথম দুই নেতার মধ্যে মুখোমুখি সাক্ষাৎ হচ্ছে। আমদানি-রপ্তানি নিয়ে বছরজুড়ে একের পর এক পাল্টাপাল্টি শুল্কারোপ এবং উত্তেজনার পর এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকের আগে উভয় দেশের প্রতিনিধিরা একটি 'রূপরেখা' তৈরিতে সম্মত হয়েছেন বলে জানা গেছে, যা আলোচনাকে এগিয়ে নিতে সাহায্য করবে।

এবারের আলোচনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় স্থান পেয়েছে। এর মধ্যে রয়েছে মাদক ফেন্টানাইল তৈরিতে ব্যবহৃত রাসায়নিকের সরবরাহ বন্ধ করা, চীনের বিরল ধাতব খনিজ রপ্তানিতে নিয়ন্ত্রণ, যুক্তরাষ্ট্রের সয়াবিন আমদানি, কৃত্রিম বুদ্ধিমত্তার সেমিকন্ডাক্টর এবং টিকটকের মালিকানার ভবিষ্যৎ।

বৈঠক শেষে দুই নেতা দুই দিক দিয়ে দেশে ফিরে যাবেন। শি এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। অন্যদিকে, মালয়েশিয়া ও জাপানসহ এশিয়ায় পাঁচ দিনের সফর শেষে ডোনাল্ড ট্রাম্প দেশের পথে রওনা হবেন।

Comments

The Daily Star  | English
Sharif Osman Hadi dies in Singapore

Sharif Osman Hadi no more

Inqilab Moncho spokesperson dies in Singapore hospital

2h ago