পাঠ্যবই কেলেঙ্কারির অভিযোগে লিবিয়ার শিক্ষামন্ত্রী আটক

লিবিয়ার শিক্ষামন্ত্রী আলী আল-আবেদ। ছবি: এএফপি

লিবিয়ায় স্কুলের পাঠ্যবই বিতরণে অনিয়ম ও গাফিলতির অভিযোগে শিক্ষামন্ত্রী আলী আল-আবেদকে আটক করা হয়েছে। 

আবেদ অন্তর্বর্তীকালীন দায়িত্বে আছেন। সাবেক শিক্ষামন্ত্রী মুসা আল-মেগারিফের কাছ থেকে দায়িত্ব নেন তিনি। মেগারিফ চলতি বছরের মার্চে একই ধরনের পাঠ্যবই সংকটের মামলায় সাড়ে তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত হন।

আজ রোববার বার্তা সংস্থা এএফপি লিবিয়ার প্রধান কৌঁসুলির কার্যালয়ের বিবৃতির বরাত দিয়ে জানায়, আবেদ ও শিক্ষা মন্ত্রণালয়ের স্কুল প্রকল্প বিভাগের প্রধানকে 'জনস্বার্থের ক্ষতি ও শিক্ষার অধিকার লঙ্ঘনের' অভিযোগে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সতর্কতামূলকভাবে আটক করা হয়েছে। 

কৌঁসুলিরা জানান, চলতি শিক্ষাবর্ষে পাঠ্যবই মুদ্রণের কাজ বিতরণ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ এসেছে। এই প্রক্রিয়ার প্রশাসনিক ও আর্থিক পদক্ষেপগুলোতে অসামঞ্জস্য ও অনিয়ম ধরা পড়েছে। এসব নিয়েই তদন্ত চলছে। 

তারা আরও জানান, তদন্তে ২০ লাখ শিক্ষার্থীর কাছে সময়মতো পাঠ্যবই সরবরাহে ব্যর্থতা ও দায়িত্ব পালনে গাফিলতির প্রমাণ পাওয়া গেছে।

এই কেলেঙ্কারির জেরে লিবিয়ায় ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ শুরু হতে এক মাসের বেশি দেরি হয়। যার ফলে প্রায় ২৬ লাখ শিক্ষার্থীর অভিভাবকরা বই না পেয়ে ফটোকপির জন্য অতিরিক্ত খরচ করতে বাধ্য হন।  

লিবিয়ার সরকারি স্কুলগুলোতে মাধ্যমিক স্তর পর্যন্ত বিনামূল্যে পাঠ্যবই সরবরাহ করা হয়, যা শিক্ষা মন্ত্রণালয়ের বাজেটে বিশেষ বরাদ্দের মাধ্যমে পরিচালিত হয়।

Comments

The Daily Star  | English

National flag-draped coffin of Sharif Osman Hadi reaches Dhaka

Inqilab Moncho spokesperson died in Singapore after being critically injured in a shooting

11m ago