আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ২০ ছাড়াল, আহত ৩২০

মাজার-ই-শরিফ এলাকার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আহতরা। ছবি: এএফপি

আফগানিস্তানের উত্তরাঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২০ ছাড়িয়ে গেছে। এতে আহত হয়েছেন অন্তত ৩২০ জন। সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরফাত জামান সাংবাদিকদের কাছে পাঠানো একটি ভিডিওবার্তায় জানান, বালখ ও সামাঙ্গান প্রদেশে "প্রায় ৩২০ জন আহত হয়েছেন এবং ২০ জনের বেশি নিহত হয়েছেন। এটি প্রাথমিক তথ্য।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটি রোববার দিবাগত রাত ১২টা ৫৯ মিনিটে মাজার-ই-শরিফের কাছে ২৮ কিলোমিটার গভীরে আঘাত হানে।

ইউএসজিএস তাদের স্বয়ংক্রিয় ভূমিকম্প পর্যবেক্ষণ ব্যবস্থা 'পেজার'-এ অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে। এই সিস্টেম ভূমিকম্পের প্রভাব ও ক্ষয়ক্ষতি সম্পর্কে দ্রুত তথ্য দেয়। সতর্কবার্তায় বলা হয়েছে, অনেক প্রাণহানির আশঙ্কা রয়েছে।

সংস্থাটি আরও জানায়, অতীতে এই মাত্রার অ্যালার্ট দেওয়া পরিস্থিতিতে আঞ্চলিক বা জাতীয় পর্যায়ে বড় ধরনের ত্রাণ ও উদ্ধার কার্যক্রম প্রয়োজন হয়েছে। আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পরে প্রকাশ করা হবে।

বালখ প্রদেশের মুখপাত্র হাজি জায়েদ জানান, ভূমিকম্পে মাজার-ই-শরিফের ঐতিহাসিক পবিত্র মাজার 'ব্লু মসজিদ'-এর একটি অংশ ধসে পড়েছে।

মাজার-ই-শরিফে প্রায় ৫ লাখ ২৩ হাজার মানুষের বসবাস। ভূমিকম্পের সময় অনেক বাসিন্দা রাতের অন্ধকারে তাদের বাড়ি ভেঙে পড়ার ভয়ে রাস্তায় বেরিয়ে এসেছিলেন বলে জানায় এএফপি।

চলতি বছরের ৩১ আগস্ট পূর্বাঞ্চলে ৬ মাত্রার একটি কম গভীর ভূমিকম্প আঘাত হানে, যা সাম্প্রতিক আফগান ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প। এতে দুই হাজার ২০০-এরও বেশি মানুষ নিহত হন।
 

Comments

The Daily Star  | English

Anti-liberation forces attempting to resurface: Fakhrul

Struggle for democracy will gain momentum once Tarique Rahman returns, he says

51m ago