জোহরান মামদানির শুভকামনায় ব্রিটিশ লেবার পার্টির সাবেক প্রধান

জোহরান মামদানি
জেরেমি করবিন। ছবি: ফেসবুক থেকে নেওয়া

নির্বাচন হচ্ছে নিউইয়র্কে। অর্থাৎ, আটলান্টিকের পশ্চিমপারে। কিন্তু, সেই ঢেউ আছড়ে পড়েছে আটলান্টিকের পূর্বপারেও। বিশ্ববাণিজ্যের প্রাণকেন্দ্র নিউইয়র্ক নগরীর মেয়র নির্বাচনে জনজরিপে এগিয়ে থাকা ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানির শুভকামনা করেছেন ব্রিটেনের লেবার পার্টির সাবেক প্রধান জেরেমি করবিন।

ফিলিস্তিন অঞ্চলে ইসরায়েলের দখলদারিত্বের পাশাপাশি ফিলিস্তিনিদেরও ওপর ইসরায়েলি নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় ব্রিটিশ লেবার পার্টি থেকে বহিষ্কৃত হন জেরেমি করবিন। বর্তমানে তিনি ব্রিটিশ পার্লামেন্টে স্বতন্ত্র এমপি।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ জানিয়েছে—গত রোববার 'নর্থ লন্ডন ফর জোহরান' লেখা শার্ট ধরে ছবি তুলে তা ফেসবুকে পোস্ট করেছেন করবিন। লিখেছেন—'সবার জন্য বসবাসযোগ্য নিউইয়র্কে মামদানিকে দেখতে চাই।'

সংবাদমাধ্যম পলিটিকো জানিয়েছে—মঙ্গলবার নিউইয়র্কবাসী যখন ভোটের মাধ্যমে নিজেদের মেয়র নির্বাচন করতে যাচ্ছেন তখন ব্রিটেনের বামপন্থি নেতা সমাজমাধ্যমে জোহরান মামদানির পক্ষে প্রচারণা চালালেন।

স্বাধীন ফিলিস্তিনের পক্ষে কথা বলার পাশাপাশি গণহত্যাকারী ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ২০২৪ সালে ব্রিটিশ লেবার পার্টি থেকে জেরেমি করবিনকে বহিষ্কার করা হয়।

তবে তিনি নির্যাতিত ফিলিস্তিনবাসীর পক্ষে কথা বলতে কখনোই পিছপা হননি।

নিউইয়র্কের মেয়রপ্রার্থী জোহরান মামদানিও গাজায় ইসরায়েলি গণহত্যার তীব্র নিন্দার পাশাপাশি নির্বাচনে বিজয়ী হলে ইসরায়েলে বিনিয়োগ বন্ধের চেষ্টা করবেন বলেও জানিয়েছেন।

জোহরান মামদানির প্রতি জেরেমি করবিনের সমর্থনকে অনেকে দুই ইসরায়েলবিরোধী নেতার সহাবস্থান বলে মনে করছেন বলেও সংবাদ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Comments

The Daily Star  | English
Sharif Osman Hadi dies in Singapore

Sharif Osman Hadi no more

Inqilab Moncho spokesperson dies in Singapore hospital

16h ago