হোয়াইট হাউসে সিরিয়ার আহমেদ আল-শারা ও ট্রাম্পের রুদ্ধদ্বার বৈঠক
হোয়াইট হাউসে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা'র সঙ্গে দেখা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল সোমবার আল-শারা প্রথম সিরিয় নেতা হিসেবে হোয়াইট হাউসে পা রাখার সৌভাগ্য অর্জন করেছেন।
১৪ বছরের গৃহযুদ্ধের পর আকস্মিক আক্রমণে স্বৈরশাসক বাশার আল-আসাদকে সরিয়ে ক্ষমতায় আসেন ৪২ বছর বয়সী আল-শারা।
সিরিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞাকে পুরোপুরি সরাতে চান আল-শারা।
ট্রাম্পের সঙ্গে তার রুদ্ধদ্বার বৈঠক হয়। বৈঠকে কোনো সাংবাদিকের প্রবেশাধিকার ছিল না।
এর পর মার্কিন অর্থ মন্ত্রণালয় সিরিয়ার ওপর আরোপিত বাণিজ্যিক নিষেধাজ্ঞা ১৮০ দিনের জন্য স্থগিত রাখার ঘোষণা দেয়।
তবে এই নিষেধাজ্ঞাকে সম্পূর্ণ তুলে নেওয়ার সিদ্ধান্ত কংগ্রেসের মাধ্যমে আসতে হবে।
বৈঠকের পর আল-শারা'র বিষয়ে গণমাধ্যমের কাছে ট্রাম্প মন্তব্য করেন, 'তিনি একজন অত্যন্ত শক্তিশালী নেতা। তিনি খুবই প্রতিকূল পরিবেশ থেকে উঠে এসেছেন এবং তিনি নিজেও একজন কষ্টসহিষ্ণু মানুষ।'
ট্রাম্প তাকে 'পছন্দ করেন' বলেও জানান।
এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ


Comments