কাশ্মীরের শ্রীনগরে থানায় বিস্ফোরণ, নিহত ৯

ছবি: রয়টার্স

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরে একটি থানায় জব্দ করা বিস্ফোরকের বিস্ফোরণে অন্তত নয়জন নিহত হয়েছেন। 

এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৭ জন। এনডিটিভির বরাত দিয়ে রয়টার্স ও আল জাজিরা তাদের প্রতিবেদনে এমনটি জানিয়েছে। 

শুক্রবার গভীর রাতে শ্রীনগরের দক্ষিণাংশের নওগাম এলাকার একটি থানায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকটি সূত্র এনডিটিভিকে জানিয়েছে, নিহতদের বেশিরভাগই ছিলেন পুলিশ সদস্য ও ফরেনসিক টিমের সদস্য, যারা বিস্ফোরকগুলো পরীক্ষা করছিলেন। এ ছাড়া শ্রীনগর প্রশাসনের দুই কর্মকর্তা বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন।

এনডিটিভি জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা এখনও গুরুতর। 

রয়টার্স তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারেনি। জম্মু ও কাশ্মীর পুলিশও রয়টার্সকে কিছু বলেনি।

এর আগে এক স্থানীয় পুলিশ কর্মকর্তা রয়টার্সকে জানান, নওগাম থানায় একটি বিস্ফোরণ ঘটে। তিনি আরও বলেন, বিস্ফোরণের পর আগুনে গোটা থানা প্রাঙ্গণে ছড়িয়ে পড়ে এবং ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।

এই বিস্ফোরণ ঘটল দিল্লিতে গাড়ি বিস্ফোরণের চার দিন পর। সেই ঘটনায় কমপক্ষে আটজন নিহত হন। ওই ঘটনাকে ভারত সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করে।

Comments

The Daily Star  | English
Sharif Osman Hadi dies in Singapore

Sharif Osman Hadi no more

Inqilab Moncho spokesperson dies in Singapore hospital

15h ago