বিহারে এনডিএ জোটের বড় জয়, বিরোধীদের ভরাডুবি

ছবি: রয়টার্স

ভারতে বিহারের বিধানসভা নির্বাচনে বড় জয় পেয়েছে ক্ষমতাসীন এনডিএ জোট। এই জোটে রয়েছে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বাধীন জনতা দল ইউনাইটেড– জেডিইউ ও বিজেপিসহ আরও কয়েকটি দল।

২৪৩ সদস্যের বিধানসভায় এনডিএ জোট ২০২টি আসন জিতেছে; ৮৯টি আসন পেয়ে বিজেপি হয়েছে একক বৃহত্তম দল। রাজ্য রাজনীতির প্রধান বিরোধী দল রাষ্ট্রীয় জনতা দল -আরজেডি, কংগ্রেস এবং বামপন্থি দলগুলোর 'মহাজোটে'র ভরাডুবি হয়েছে।

কিছুদিন আগেও যার রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে প্রশ্ন উঠছিল, সেই নীতীশ কুমারই বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন। বলা হচ্ছে, তার এই প্রত্যাবর্তনের পেছনে বড় ভূমিকা রেখেছে 'মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা' নামে একটি প্রকল্প। এই প্রকল্পের আওতায় গত দুই মাসে প্রায় এক কোটি ২৫ লাখ নারীকে ১০ হাজার রুপি দেওয়া হয়।

সত্তরের দশকে সমাজবাদী রাজনীতিতে সক্রিয় বিহারের দুই শীর্ষ নেতা লালু প্রসাদ যাদব ও নীতীশ কুমার এক সময় একসঙ্গে রাজনীতি করেছেন। 

১৯৯৫ সালে নীতীশ প্রথমবার বিজেপির সঙ্গে জোট করেন এবং ২০০০ সালে প্রথমবার মুখ্যমন্ত্রী হন, যদিও কয়েক সপ্তাহের মধ্যে পদত্যাগ করতে হয়। ২০০৫ সালে তিনি পূর্ণ মেয়াদের জন্য মুখ্যমন্ত্রী হন।

২০১৪ সালের আগে তিনি প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু তা বাস্তবায়িত না হওয়ায় বিজেপির সঙ্গ ত্যাগ করেন এবং ওই সংসদ নির্বাচনে তার দল মাত্র দুটি আসন পায়। 

২০১৭ সালে ফের তিনি বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটে ফিরে আসেন, ২০২২ সালে আবার বিরোধী মহাজোটে যোগ দেন, কিন্তু গত বছরের জানুয়ারিতে পুনরায় বিজেপির সঙ্গে হাত মেলান। এবারের নির্বাচনে তিনি এনডিএ জোটের নেতা হিসেবে নেতৃত্ব দেন।
 

Comments

The Daily Star  | English
Sharif Osman Hadi dies in Singapore

Sharif Osman Hadi no more

Inqilab Moncho spokesperson dies in Singapore hospital

14h ago