ভিয়েতনামে ভূমিধসে ৬ জনের প্রাণহানি
ভিয়েতনামে ভারী বৃষ্টিপাত থেকে সৃষ্ট ভূমিধসে অন্তত ছয় জন প্রাণ হারিয়েছেন। বেশ কয়েকদিন ধরে দেশটির মধ্যাঞ্চল ধারাবাহিক ভারী বৃষ্টিপাতের মধ্য দিয়ে যাচ্ছে।
আজ সোমবার এই তথ্য জানিয়েছে এএফপি।
রোববার স্থানীয় সময় রাত ১১টার দিকে খান হোয়া প্রদেশের খান লে পাস এলাকায় ভূমিধসের ঘটনা ঘটে। এ সময় নরম মাটি ও পাথরের নিচে একটি বাস চাপা পোড়ে। বাসটিতে ২৯ যাত্রী, দুই জন চালক ও একজন হেল্পার ছিলেন।
যাত্রীদের মধ্যে পাঁচ জন মারা যান। আহত হয়েছেন ১৮ জন।
ভিয়েতনামের সরকারী গণমাধ্যম জানিয়েছে, আহতদের কয়েকজন মাথায় ও শরীরের অন্যান্য অঙ্গে আঘাত পেয়েছেন। তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
উদ্ধারকারীরা বাসের ভেতর আটকা পড়ে থাকা যাত্রীদের বের করে আনার চেষ্টা চালাচ্ছে।
রোববার দিনের আগের অংশে খান হোয়া প্রদেশের খান সন পাসে শ্রমিকদের একটি আশ্রয়শিবিরে ভূমিধস আঘাত হানে। এই ঘটনায় একজনের প্রাণহানি ঘটে। নিখোঁজ আছেন অপর এক ব্যক্তি। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এসব তথ্য জানায়।
ভিয়েতনামের জাতীয় পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, চলতি বছরে দেশটিতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির পরিমাণ দুই বিলিয়ন ডলার ছাড়িয়েছে। মৃত ও নিখোঁজ মিলিয়ে মোট ২৭৯ জন এতে প্রভাবিত হয়েছেন।
ভিয়েতনামে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভারী বৃষ্টিপাতের নজির আছে। তবে সাম্প্রতিক সময়ে দেশটির জলবায়ুতে স্থায়ী পরিবর্তন চিহ্নিত করেছেন বিজ্ঞানীরা। এমন প্রমাণ পাওয়া গেছে, এই মনুষ্য-সৃষ্ট জলবায়ু পরিবর্তনে প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা ও মাত্রা, উভয়ই বেড়েছে।


Comments