হংকংয়ে আগুনে নিহত বেড়ে ৪৪, নিখোঁজ ২৭৯ 

আগুন নিয়ন্ত্রণে কাছ করছেন অগ্নিনির্বাপণকর্মীরা। ছবি: রয়টার্স

হংকংয়ের তাই পো এলাকার বহুতল ভবনে আগুনে নিহত বেড়ে ৪৪ জনে দাঁড়িয়েছে। আরও ২৭৯ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। কর্তৃপক্ষের বরাতে বিবিসি এ খবর জানিয়েছে।

কর্তৃপক্ষ এক সংবাদ সম্মেলনে ৪৪ জনের নিহত হওয়ার খবর জানায়। ঘটনাস্থলেই নিহত হন ৪০ জন আর হাসপাতালে নেওয়ার পর আরও চারজনের মৃত্যু হয়। আরও ৪৫ জনের অবস্থা সংকটাপন্ন। 

দাহ্য উপকরণ ও প্লাস্টিক শিট ব্যবহারের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে একটি নির্মাণ প্রতিষ্ঠানের তিন নির্বাহীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ওই ভবনের আগুন নিয়ন্ত্রণে আনতে ৮০০ শতাধিক অগ্নিনির্বাপণকর্মী টানা কাজ করছেন। ১৮ ঘণ্টারও বেশি সময় ধরে আগুন জ্বলছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, গভীর রাতের অভিযানে একটি শিশু ও এক বৃদ্ধাকে জীবিত উদ্ধার করা হয়েছে।

Comments

The Daily Star  | English

How Bangladesh fought a global war without guns

Prof Rehman Sobhan recounts the lesser-known diplomatic battle of 1971

3h ago