যুক্তরাষ্ট্রের সঙ্গে খুবই গঠনমূলক আলোচনা হয়েছে: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ছবি: এএফপি
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। এএফপি ফাইল ফটো

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, স্টিভ উইটকফ ও জারেড কুশনারের সঙ্গে তার 'খুবই গঠনমূলক' ফোনালাপ হয়েছে।

আজ রোববার বিবিসির প্রতিবেদনে এ কথা বলা হয়।

জেলেনস্কি জানান, কীভাবে রাশিয়াকে সম্ভাব্য যুদ্ধবিরতি বা শান্তিচুক্তির শর্তগুলো মানতে বাধ্য করা যায় তা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।

ইউক্রেন যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ চালিয়ে যেতে 'দৃঢ়প্রতিজ্ঞ' বলেও জানান তিনি।

মায়ামি থেকে এই আলোচনায় ইউক্রেনীয় কর্মকর্তারাও যুক্ত ছিলেন। যেখানে তারা রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাব নিয়ে টানা তৃতীয় দিনের মতো আলোচনা করছেন।

তবে মস্কো কোনো ছাড়ের ইঙ্গিত দেয়নি এবং ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে।

জেলেনস্কি এক্সে লিখেছেন, 'ইউক্রেন শান্তি অর্জনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।'

তিনি আরও বলেন, 'যুদ্ধ বন্ধ ও নতুন করে রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণ ঠেকাতে যেসব শর্ত প্রয়োজন, সেগুলো নিয়েও আলোচনা হয়েছে।'

এদিকে রাশিয়া শুক্রবার রাতে ইউক্রেনে আরও বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়। ইউক্রেনের ইইউ মিত্ররা এই হামলার নিন্দা জানিয়েছে।

ইউক্রেন জানায়, রাশিয়া শুক্রবার রাতে ৬৫৩টি ড্রোন এবং ৫১টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

একটি হামলা কিয়েভের দক্ষিণ-পশ্চিমে ফাস্টিভ শহরের রেল জংশনে আঘাত হানে। এই হামলায় দেশটির প্রধান স্টেশন ভবন ধ্বংস হয়েছে এবং বেশ কিছু ট্রেন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, আটটি অঞ্চলের বিদ্যুৎ স্থাপনায় হামলার ফলে ব্যাপক ব্ল্যাকআউট দেখা দিয়েছে।

রাশিয়া দাবি করেছে, তারা সামরিক শিল্প কেন্দ্র, জ্বালানি ও বন্দর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে।

মস্কোতে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইউক্রেন আলোচনা কোনো সাফল্য না পাওয়ার পর আলোচনায় যুক্ত পক্ষগুলো রাশিয়াকে দীর্ঘমেয়াদী শান্তির পক্ষে কাজ করার আহ্বান জানায়।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনীয় কর্মকর্তাদের ফ্লোরিডায় শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার চলছে। যেখানে ইউক্রেনকে যুক্তরাষ্ট্র-সমর্থিত প্রস্তাবে রাজি করানোর চেষ্টা চলছে।

স্টিভ উইটকফ শুক্রবার এক বিবৃতিতে জানান, ইউক্রেনের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব রুস্তেম উমেরভের সঙ্গে টানা দুই দিনের আলোচনা ছিল 'গঠনমূলক'। তবে বিস্তারিত জানানো হয়নি।

Comments

The Daily Star  | English
Sharif Osman Hadi dies in Singapore

Sharif Osman Hadi no more

Inqilab Moncho spokesperson dies in Singapore hospital

2h ago