৩ লাখ টাকার স্যান্ডউইচ ব্যাগ

স্যান্ডউইচ ব্যাগ
ছবি: সংগৃহীত

স্যান্ডউইচ ব্যাগ বলতে সবাই বোঝে খয়েরি রঙের কাগজের ব্যাগ, যার মুখ মুড়ে সেলোটেপে আটকানো থাকে। অনেকটা এমন ব্যাগ নিয়ে এসেছে বিশ্বের অন্যতম বিলাসবহুল ফ্যাশন সংস্থা লুই ভিতোঁ। তবে কাগজের নয়, এ ব্যাগ চামড়ায় তৈরি।

বিলাসবহুল এই স্যান্ডউইচ ব্যাগ তৈরি করেছেন লুই ভিতোঁ মেন'স ফ্যাশন শাখার ক্রিয়েটিভ ডিরেক্টর ও জনপ্রিয় গায়ক ফ্যারেল উইলিয়ামস। এর মূল্য ৩ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় ৩ লাখ টাকারও বেশি।

এই ব্যাগ লুই ভিতোঁর আইকনিক শপিং ব্যাগের রঙে পাওয়া যাবে। আকারে মোটামুটি বড় মাপের এই ক্লাচ ব্যাগের নকশা সূক্ষ্ম ভাঁজযুক্ত। ব্যাগটি ৩০ সেন্টিমিটার দীর্ঘ। এর উচ্চতা ২৭ সেন্টিমিটার ও প্রস্থ ১৭ সেন্টিমিটার।

৪ জানুয়ারি এই ব্যাগের খবর সামনে আসার পর ইন্টারনেট জগতে এটি নিয়ে চলছে ব্যাপক আলোচনা। চলবেই না কেন, স্যান্ডউইচ ব্যাগ বলতে সবার চোখে যা ভাসে সেই হিসেবে এর দাম তো চমকে যাওয়ার মতোই!

তবে এবারই কিন্তু প্রথম নয়, লুই ভিতোঁ এর আগেও খুব সাধারণ কিছু পণ্যকে এমন বিশেষ রূপে সামনে এনে চমকে দিয়েছে সবাইকে।

অনুবাদ করেছেন অনিন্দিতা চৌধুরী 

Comments

The Daily Star  | English
Bangladesh's surveillance system

Draft law forbids unlawful surveillance

The government has drafted a new ordinance that seeks to penalise unauthorised surveillance by anyone, including state actors.

9h ago