এই বসন্তের পোশাক ও সাজ

বসন্তের পোশাক
ছবি ও পোশাক: দেশাল

'ওরে ভাই, ফাগুন লেগেছে বনে বনে

ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে'

ফেব্রুয়ারি মাস আসলেই চারদিকে বসন্তের আগমনের সুর বেজে ওঠে। তবে কেবল বনের পাতায় আর ফুলে নয়, শহরের যান্ত্রিকতা আর ব্যস্ত জীবনও বসন্তের আগমনে সতেজ হয়ে ওঠে। ইতোমধ্যেই নগরের গাছগুলোতে নতুন পাতা আর ফুল উঁকি দিতে শুরু করেছে। তাই বসন্তকে বরণ করে নিতেও চাই বিশেষ প্রস্তুতি। প্রকৃতি যেমন শীতের নির্জীবতাকে ভুলে নতুন ফুল আর পাতায় নিজেকে সাজিয়ে তোলে, তেমনি বসন্তের প্রথম দিনটিতে প্রকৃতির সঙ্গে সঙ্গে একটু অন্যরকম ভাবেই সাজিয়ে তুলুন নিজেকে।

দেশাল
ছবি ও পোশাক: দেশাল

রঙিন পোশাকে বসন্তের আমেজ

বসন্তের পোশাকে রঙের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো রঙের নাম বলা মুশকিল। বসন্তে প্রকৃতি যেমন রঙিন হয়ে ওঠে, পোশাকেও তেমনি দেখা যায় রঙের ছোঁয়া।

এবার পোশাকে কোনো বিশেষ রঙকে প্রাধান্য দেয়া হচ্ছে কী না জানতে চাইলে দেশালের স্বত্বাধিকারী ও ডিজাইনার ইশরাত জাহান বলেন, 'ঠিক একটি রংকে নয়, তবে আমরা এবার উষ্ণ রংগুলোকে প্রাধান্য দিয়েছি। শীত চলে যাওয়ার পর বসন্তে আমরা একটু নতুনভাবে গা ঝাড়া দিয়ে উঠি। মনে হয় যেন আরাম করে নিঃশ্বাস নিতে পারছি। এ সময় মন বেশ ফুরফুরে থাকে। আবহাওয়া কিন্তু মানুষের মনের উপর বেশ প্রভাব ফেলে। যেমন বসন্তের বাতাসে মনের যেই অবস্থা থাকে, নিশ্চয়ই বর্ষার বৃষ্টির সময় তেমন থাকে না।'

বসন্ত
ছবি ও পোশাক: দেশাল

'ঠিক সেরকম মনের অবস্থার ওপর আবার রঙেরও একটা প্রভাব থাকে। ঋতু পরিবর্তনের সঙ্গে প্রকৃতিতে রঙের যে পরিবর্তনগুলো হয়, আমরা পোশাকে সেই রঙগুলোকেই তুলে ধরি। যে ধরনের ফুল ফোটে বা প্রকৃতিতে যে একটা উজ্জ্বল রঙের ছোঁয়া লাগে, আমরা সেই ধরনের উষ্ণ রংগুলোকেই বসন্তের পোশাকে নিয়ে আসি', যোগ করেন তিনি। 

বসন্তে শাড়ি ছাড়াও নিজেদের স্বাচ্ছন্দ্য অনুযায়ী বেছে নিতে পারেন রঙিন টপস, কুর্তি বা সালোয়ার কামিজ। বসন্তবরণের কথা মাথায় রেখে দেশী ফ্যাশন ব্র্যান্ডগুলো তাদের বিশেষ কালেকশন নিয়ে এসেছে।

বসন্তের সাজ
ছবি ও পোশাক: দেশাল

ডিজাইনার ইশরাত জাহান বলেন, 'দেশালে বসন্তের জন্য আমরা সালোয়ার কামিজ, কুর্তা, টপসের পাশাপাশি কাফতান করেছি। শাড়ি তো আছেই। বসন্তকে তুলে ধরে এরকম বেশ কিছু শাড়ি করেছি আমরা। বাসন্তী রং তো সবসময়ই করা হয়, এছাড়াও আছে সদ্য গজানো কচি পাতার রঙের শাড়ি। বিভিন্ন রকম ফুলের কম্বিনেশন নিয়ে এসেছি পোশাকে। বিভিন্ন রকম গয়নাও আছে। যেমন সুতার গহনা, কাপড়ের ওপর সেলাই করা গহনা এবং বিডসের বা মেটাল গহনা।' 

ছেলেদের জন্য পাঞ্জাবিতে বিভিন্ন রং ও নকশার ব্যবহার দেখা যাচ্ছে। সাদা পাঞ্জাবির ওপর বিভিন্ন রঙিন সুতার এমব্রয়ডারি করা হচ্ছে। এছাড়া ব্লকের পাঞ্জাবিও বর্তমানে খুব জনপ্রিয়। আজকাল বিভিন্ন নকশা ও মোটিফ দেখা যায় ছেলেদের পোশাকে। দেশীয় ফ্যাশন হাউজগুলোতে এবার ছেলেদের জন্য নানা ধরনের রঙিন পাঞ্জাবি ও টি-শার্ট রয়েছে। বসন্তবরণে ছেলেরা বেছে নিতে পারেন নিজেদের পছন্দের আরামদায়ক পাঞ্জাবি, টি-শার্ট বা ফতুয়া।

বসন্ত
ছবি ও পোশাক: দেশাল

স্নিগ্ধ সাজে অনন্য

ফুল ছাড়া বসন্তের সাজ একেবারেই অসম্পূর্ণ। চুলের অনুষঙ্গ হোক বা গয়না হিসেবে ফুলের ব্যবহার, সবকিছুতেই স্নিগ্ধতা এনে দেবে এক গুচ্ছ ফুল। পোশাকের সঙ্গে মিলিয়ে চুলে ফুল ব্যবহার করতে পারেন। খুব সাধারণভাবে চুল বেঁধে গুঁজে দিতে পারেন ফুল, অথবা বিভিন্ন হেয়ারস্টাইলের সঙ্গে মিলিয়ে ফুল ব্যবহার করতে পারেন। তবে ফুল বাছাইয়ের ক্ষেত্রে এমন ফুল বেছে নিন যা দীর্ঘক্ষণ সতেজ থাকবে। বসন্তের প্রিয় ফুল গাঁদা ছাড়াও গোলাপ, বেবি'স ব্রেথ, ক্যালেন্ডুলা, কাঠগোলাপ, রজনীগন্ধ্যা, ক্রিসেন্থিমাম, চন্দ্রমল্লিকা এগুলো থেকে বেছে নিন আপনার প্রিয় ফুল। তবে ব্যস্ততার জন্য খুব আয়োজন করে ফুল কিনতে না পারলেও, হাতে জড়িয়ে নিন কোন ফুলের মালা, যা আপনাকে সারাদিন স্নিগ্ধ রাখবে।

দিনের বেলায় আবহাওয়ার কথা চিন্তা করে মেকআপ করে নিতে পারেন। দিনের মেকআপে সানস্ক্রিনের কথা ভুলবেন না। এ সময়ের ট্রেন্ডি মেকআপ লুকগুলো করার চেষ্টা করতে পারেন। যদি আপনি কম সাজতে ভালোবাসেন তাহলে নো মেকআপ লুক আর বোল্ড লুকের জন্য ল্যাটিনা মেকআপ লুক চেষ্টা করে দেখতে পারেন। মেকআপ শুরুর আগে ত্বক ভালোভাবে পরিষ্কার করে মেকআপের জন্য প্রস্তুত করে নিন। তারপর একে একে প্রাইমার, ফাউন্ডেশন, কনসিলার, কম্প্যাক্ট পাউডার, ব্লাশ ব্যবহার করুন। সবশেষে সেটিং স্প্রে ব্যবহার করুন।  আর যদি একেবারেই মেকআপ না করতে ইচ্ছা করে তাহলে চোখে হালকা কাজল, ঠোঁটে লিপস্টিক আর কপালে পরে নিন ছোট একটি টিপ।

 

Comments

The Daily Star  | English
Dhaka city urban development problems

Dhaka on a perilous path: Lax rules, weak oversight fuel unplanned expansion

Near-unregulated vertical expansion put immense pressure on utilities and infrastructure, worsened traffic congestion, compromised fire safety

15h ago