দার্জিলিং ঘুরতে গেলে দিতে হবে কর, জেনে নিন কত

ছবি: জারীন তাসনিম মৌরি/ স্টার

ভারতের পশ্চিমবঙ্গের 'পাহাড়ের রানি'খ্যাত দার্জিলিং ঘুরতে গেলে এখন থেকে দিতে হবে কর। পর্যটকদের কাছ থেকে নতুন করে 'পর্যটন কর' আদায়ের সিদ্ধান্ত নিয়েছে দার্জিলিং পৌরসভা।  

পৌরসভার চেয়ারম্যান দীপেন ঠাকুরির বরাত দিয়ে ভারতের সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এ তথ্য জানিয়েছে।

দীপেন ঠাকুরি জানান, এই কর নতুন কিছু নয়, এটি আগেও একসময় চালু ছিল দার্জিলিংয়ে। মাঝে নেওয়া বন্ধ ছিল, এখন আবার চালু করা হলো। মূলত দার্জিলিং শহরের ময়লা-আবর্জনা পরিষ্কার করতে বেশি খরচ হচ্ছে পৌরসভার। করের টাকা এখানে কাজে লাগানো হবে।

তিনি আরও জানান, ৫ বছরের বেশি বয়সী প্রতিজন পর্যটকের কাছ থেকে প্রতিদিন ২০ রুপি কর আদায় করা হবে। আগেও করের পরিমাণ একই ছিল বলে জানান তিনি।

খুব শিগগির এই কর আদায়ের প্রক্রিয়া শুরু হবে বলে উল্লেখ করেন পৌরসভা চেয়ারম্যান।

দ্য টেলিগ্রাফ জানায়, এ সিদ্ধান্ত এরইমধ্যে বিভিন্ন হোটেল মালিক ও পর্যটন ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়েছে। তবে তারা খবরটিতে অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, তাদের সঙ্গে কোনো আলোচনায় না গিয়েই এ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে পৌরসভা। অতীতে তাদের এ ধরনের বিষয়ে তিক্ত অভিজ্ঞতা হয়েছে বলে জানান তারা।

 

Comments

The Daily Star  | English

Local BNP leader hacked, shot dead in Lakshmipur

Police suspect he was murdered over establishing supremacy

58m ago