আজ সাহিত্যে নোবেল, আলোচনায় কারা

ছবি: সংগৃহীত

আজ বৃহস্পতিবার সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে। তালিকায় থাকা কান শুয়ে, লাজলো ক্রাজনাহরকাই, হারুকি মুরাকামির নাম নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু এ বছর কে জিততে যাচ্ছেন সাহিত্যে নোবেল।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, চীনা লেখক কান শুয়ে, হাঙ্গেরিয়ান লেখক লাজলো ক্রাজনাহরকাই জাপানি লেখক হারুকি মুরাকামি এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার জয়ের দৌড়ে এগিয়ে আছেন।

বুকমেকার ল্যাডব্রোকসের তথ্যমতে, অন্যদের চেয়ে এই তিনজনের জয়ের সম্ভাবনা বেশি।

কান শুয়ে গত বছরও তালিকার শীর্ষে ছিলেন। যদিও গত বছর পুরস্কারটি পান দক্ষিণ কোরিয়ার হান কাং।

ল্যাডব্রোকসের প্রতিনিধি অ্যালেক্স আপাটি বলেন, 'এবারের সাহিত্যের নোবেল দৌড় এখনো বেশ উন্মুক্ত। গত বছর এ সময়ে কান শুয়ে অনেকটা এগিয়ে ছিলেন, আর বর্তমানে লাজলো ক্রাজনাহরকাই ও হারুকি মুরাকামি ফেভারিট তালিকার শীর্ষ তিনে আছেন।'

কান শুয়ের প্রকৃত নাম দেং শিয়াওহুয়া। তিনি পরীক্ষামূলক ও বিমূর্ত ধারার লেখার জন্য সুপরিচিত। এ পর্যন্ত শতাধিক উপন্যাস, নভেলা ও গল্পগ্রন্থ লিখেছেন। ২০১৯ সালে তার লাভ ইন দ্য নিউ মিলেননিয়াম বইটি আন্তর্জাতিক বুকার পুরস্কারের লংলিস্টে জায়গা পেয়েছিল। যদি তিনি এবার নোবেল পান, তবে তিনি হবেন সাহিত্যে নোবেল জয়ী তৃতীয় চীনা বংশোদ্ভূত লেখক।

অন্যদিকে লাজলো ক্রাজনাহরকাই ডিস্টোপিয়ান ও বিষণ্ণতাময় উপন্যাসগুলোর জন্য খ্যাত। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে আছে, সাটানট্যাঙ্গো, দ্য মেলানকোলি অব রেজিস্ট্যান্স। এগুলো পরবর্তীতে চলচ্চিত্রে রূপান্তরিত হয়েছে। তিনি ২০১৫ সালে ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার এবং ২০১৯ সালে ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড ফর ট্রান্সলেটেড লিটারেচার জেতেন।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ৭৬ বছর বয়সী জাপানি ঔপন্যাসিক ও অনুবাদক হারুকি মুরাকামি আছেন তৃতীয় অবস্থানে।

এছাড়া সম্ভাব্য তালিকায় আরও আছেন, ক্রিস্টিনা রিভেরা গারজা, এনরিক ভিলা-মাতাস, জেরাল্ড মারনেইন, মিরসিয়া কার্তেরেস্কু, থমাস পিনচন, লিউদমিলা উলিৎসকায়া, এরসি সোটিরোপুলোস, মার্গারেট অ্যাটউড, মিশেল ওয়েলবেক, পিটার নাদাস, পিয়ের মিশোঁ এবং সালমান রুশদি।

এর মধ্যে কানাডীয় লেখক মার্গারেট অ্যাটউড বহু বছর ধরেই নোবেল জয়ের সম্ভাব্য তালিকায় আছেন।

নোবেল সাহিত্য পুরস্কারের সংক্ষিপ্ত ইতিহাস

১৯০১ সাল থেকে এখন পর্যন্ত সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে ১১৭ বার। সাম্প্রতিক বিজয়ীদের মধ্যে রয়েছেন, অ্যানি এরনো, বব ডিলান, আবদুলরাজাক গুরনাহ, লুইজ গ্লিক, পিটার হান্ডকে, ওলগা তোকারচুক ও হান কাং।

Comments

The Daily Star  | English

Victory day today: A nation born out of blood and grit

The tide of war had turned by mid-December in 1971. The promise of freedom was no longer a dream. It had hardened into tangible certainty.

7h ago