বাংলাদেশে থমকে থাকা দ্বিপাক্ষিক প্রকল্পগুলো বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

রণধীর জয়সওয়াল
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক যেসব উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের গতি ধীর হয়ে গেছে, সেগুলো 'যৌক্তিকভাবে' নির্ধারিত সময়সীমা অনুযায়ী বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। 

আজ শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ কথা বলেন। 

তিনি বলেন, 'ঢাকার প্রতিশ্রুতি ও অপেক্ষমান ছাড়পত্র পাওয়া সাপেক্ষে, দুই দেশ প্রকল্পগুলো বাস্তবায়নে পারস্পরিক সম্মত হয়েছে।'

সম্প্রতি নয়াদিল্লিতে দুই দেশের কর্মকর্তাদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন মুখপাত্র। বৈঠকটি কবে এ বৈঠক হয় তা তিনি জানাননি।

সংবাদ ব্রিফিংয়ে জয়সওয়ালকে হাসিনার শাসনামলে ভারতের লাইন অব ক্রেডিটের আওতায় বাংলাদেশে উন্নয়ন প্রকল্পগুলোর ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাওয়া হয়।

জবাবে তিনি বলেন, 'বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের সম্পর্কের ক্ষেত্রে উন্নয়ন সহযোগিতা অগ্রাধিকারমূলক ক্ষেত্র।'

'তবে, বাংলাদেশে "নিরাপত্তা পরিস্থিতি এবং দীর্ঘদিনের স্থানীয় সমস্যার" কারণে কিছু প্রকল্পের গতি বাধাগ্রস্ত হয়েছে,' বলেন তিনি।

জয়সওয়াল বলেন, 'তাই নয়াদিল্লির বৈঠকে "যুক্তিসঙ্গতভাবে" এবং পারস্পরিক সম্মতির মাধ্যমে বাংলাদেশের প্রতিশ্রুতি ও অনুমোদন পাওয়া সাপেক্ষে নির্ধারিত সময়সীমার প্রকল্পগুলো বাস্তবায়নের দিকে নজর দেওয়া হয়েছে।'

সংবাদ ব্রিফিংয়ে জয়সওয়াল বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের পর উগ্রপন্থিদের কারামুক্তির কারণে এর অবনতি ঘটেছে বলে উল্লেখ করেন।

সদ্য গঠিত জাতীয় নাগরিক পার্টি সম্পর্কে মন্তব্য জানতে চাইলে জয়সওয়াল বলেন, ভারত সর্বদা শান্তিপূর্ণ, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে, যেখানে নির্বাচনসহ সব সমস্যা গণতান্ত্রিক উপায়ে সমাধান হবে।

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

5h ago