মালয়েশিয়ায় ১৯ নভেম্বর ২২২ আসনে সাধারণ নির্বাচন

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়। ফাইল ছবি: এপি
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়। ফাইল ছবি: এপি

মালয়েশিয়ায় ১৯ নভেম্বর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আজ বৃহস্পতিবার মালয়েশিয়ার নির্বাচন কমিশনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

দেশের রাজা সুলতান আবদুল্লাহ আহমাদ শাহ'র অনুমোদন পাওয়ার পর ১০ অক্টোবর প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকোব সংসদ ভেঙ্গে দেন এবং অন্তর্বর্তীকালীন নির্বাচন আয়োজনের আহ্বান জানান। তিনি যুক্তি দেন, এতে বহু বছরের রাজনৈতিক অস্থিতিশীলতার অবসান ঘটবে।

উল্লেখ্য, মালয়েশিয়ার আইন অনুযায়ী, সংসদ ভেঙ্গে দেওয়ার ৬০ দিনের মধ্যে নির্বাচনের আয়োজন বাধ্যতামূলক।

নির্বাচন কমিশনের চেয়ারম্যান আবদুল গনি সাল্লেহ এক সংবাদ সম্মেলনে জানান, নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের ৫ নভেম্বরের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে।

নির্বাচন কমিশনের চেয়ারম্যান আবদুল গনি সাল্লেহ। ছবি: এপি
নির্বাচন কমিশনের চেয়ারম্যান আবদুল গনি সাল্লেহ। ছবি: এপি

নভেম্বরের মাঝামাঝি সময়ে সাধারণত মালয়েশিয়ায় প্রচুর পরিমাণে মৌসুমি বৃষ্টি হয় এবং বন্যা দেখা দেয়। এ সময়ে নির্বাচন আয়োজনে প্রত্যাশার চেয়ে ভোটারের সংখ্যা কমে যেতে পারে বলে সংশ্লিষ্টরা আশংকা প্রকাশ করেছেন।

সংসদের নিম্নকক্ষের ২২২টি আসনে ভোট দেওয়ার জন্য এ বছর ২ কোটি ১০ লাখ নিবন্ধিত ভোটার রয়েছেন।

যে দল বা জোট ১১২টি আসনে জয়লাভ করবে, তারাই পরবর্তী সরকার গঠন করতে পারবে।

স্ট্রেইটস টাইমস এর এক প্রতিবেদন মতে, মালয়েশিয়ার ১৩টি রাজ্যের মধ্যে ১০টি কেন্দ্রীয় নির্বাচনের সঙ্গে রাজ্যের আইনসভার নির্বাচন আয়োজন করছে না। এটি একটি নতুন রেকর্ড এবং এর মাধ্যমে ২০২০ সাল থেকে দেশটিতে চলতে থাকা রাজনৈতিক অস্থিরতা প্রকাশ পেয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী মাহাথির। ছবি: এপি
সাবেক প্রধানমন্ত্রী মাহাথির। ছবি: এপি

গত ১০ অক্টোবর দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ (৯৭) বার্তা সংস্থা এপির কাছে দেওয়া সাক্ষাৎকারে আসন্ন নির্বাচনে নিজ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা নিশ্চিত করেন।

Comments

The Daily Star  | English

Crowds gather at Manik Mia Avenue ahead of Osman Hadi’s Janaza

Army, police and Rab deploy heightened security as hundreds gather near Parliament complex

42m ago