উত্তরায় ভাঙারির দোকানে বিস্ফোরণ, মৃতের সংখ্যা বেড়ে ৭

Burn Institute
ছবি: সংগৃহীত

রাজধানীর তুরাগের কামারপাড়া এলাকায় ভাঙারির দোকানে বিস্ফোরণের ঘটনায় শফিকুল ইসলাম (২৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ জনে।

আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শফিকুল।

হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. এস এম আইযুব হোসেন দ্য ডেইলি স্টারকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শফিকুলের শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। 


 
এর আগে আজ মঙ্গলবার ভোররাত ৩টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আল-আমিন (৩৫) নামে এক ব্যক্তি। একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত পৌনে ৮টায় মারা যান মাসুম মিয়া (৩৮) নামে অপর এক ব্যক্তি।

আইযুব হোসেন বলেন, 'আলআমিনের শরীরের ৭৫ শতাংশ দগ্ধ হয়েছিল। আর মাসুমের শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এ ঘটনায় দগ্ধ ৮ জনের মধ্যে ৭ জন মারা গেলেন।'

গত শনিবার সকাল সাড়ে ১১টার দিকে তুরাগ থানার কামারপাড়া রাজাবাড়ি এলাকায় ভাঙারি দোকান ও রিকশা গ্যারেজে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
 

Comments

The Daily Star  | English

Highest budget for education if BNP returns to power, pledges Tarique

Party's plans include repairing and improving dilapidated primary schools, he says

45m ago