নোয়াখালীতে ড্রেন থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

রংপুরে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত
স্টার অনলাইন গ্রাফিক্স

নোয়াখালীর চাটখিলে ড্রেনের ভেতর থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আব্দুল মান্নান (৮০) উপজেলার চাটখিল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভূঁইয়া বাড়ির জিগির মিয়ার ছেলে।

আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে চাটখিল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ডাক বাংলোর সামনের নির্মাণাধীন ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের ভাতিজা নাসির আহমেদ জানান, গতকাল এশার নামাজের পর মান্নান বাড়ির পাশের দোকানে চা খেতে যান। আজ সকালে পরিবারের লোকজন তার মুঠোফোনে কল দিলেও কেউ ধরেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চা খেতে গিয়ে বাড়ি ফেরার পথে ড্রেনে পড়ে তিনি মারা যান। এরপর আজ সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন চাটখিল ডাক বাংলোর সামনের নির্মাণাধীন ড্রেনের মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

Comments

The Daily Star  | English

‘This fire wasn’t an accident’: Small business owner’s big dreams destroyed

Once a garment worker, now an entrepreneur, Beauty had an export order ready

2h ago