সাতক্ষীরায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

মোটরসাইকেল
স্টার অনলাইন গ্রাফিক্স

সাতক্ষীরায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন। 

রোববার রাত ৮টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক নজরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন-তালা উপজেলার পাটকেলঘাটা কালিবাড়ির বাসিন্দা অংকুর (২৫) ও একই উপজেলার সরুলিয়ার বাসিন্দা আকাশ (২৬)।

প্রত্যক্ষদর্শী জানান, পাটকেলঘাটার দিক থেকে দুই তরুণ মোটরসাইকেলযোগে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। পথে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা এলাকায় মোটরসাইকেলটির সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে ঘটনাস্থলেই অংকুর নিহত হন। দুর্ঘটনায় আহত আকাশ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আশরাফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই দুজন মারা গেছেন।

ট্রাক ও চালককে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।
 

Comments

The Daily Star  | English
Bangladesh national election preparations

'We'll deliver the best election in the country's history'

Yunus says after being briefed by CEC on election preparations

1h ago