দাউদকান্দিতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত আহত ২০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির জিংলাতলী এলাকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত হয়েছে। 

এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ যাত্রী।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে মহাসড়কের দাউদকান্দি উপজেলার জিংলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক মো. সেলিম রেজা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা থেকে কুমিল্লাগামী জোনাকি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। 

এতে বাসচালক মো. শামসু (৪৫) ঘটনাস্থলেই মারা যান বলে জানান তিনি।

দুর্ঘটনায় আহত ২০ যাত্রীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গৌরীপুর হাসপাতালে পাঠায়। 

Comments

The Daily Star  | English
Media Reform in Bangladesh

Journo protection ordinance: Independent media commission dropped from ministry draft

A draft ordinance prepared by the information ministry has omitted any reference to an independent media commission as proposed by the body tasked with media reforms.

10h ago