বিজয় এক্সপ্রেস লাইনচ্যুত: ১৪ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

গতকাল কুমিল্লার নাঙ্গলকোটে হাসানপুর রেলস্টেশনের কাছে চট্টগ্রাম থেকে জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হয়। আজ ভোর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। ছবি: সংগৃহীত

কুমিল্লার নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার ১৪ ঘণ্টা পর ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

আজ সোমবার ভোর পৌনে ৫টার দিকে ট্রেন চলাচলের জন্য ডাউন লাইনকে উপযোগী বলে ঘোষণা করে রেলওয়ে কর্তৃপক্ষ।

চট্টগ্রাম পূ্র্বাঞ্চলীয় রেলওয়ের ব্যবস্থাপক সাইফুল ইসলাম বলেন, বিজয় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার পর আপ লাইন একেবারেই চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে। বগিগুলোর বেশিরভাগ ডাউন লাইন থেকে ছিটকে পড়েছে। সন্ধ্যা ৭টার দিকে দুটি রিলিফ ট্রেন উদ্ধার কাজ শুরু করে। রাত ৪টা পর্যন্ত ৯ ঘণ্টা চেষ্টার পর ডাউন লাইনের ওপর ছিটকে পড়া বগিগুলো টেনে লাইন থেকে সরানো হয়েছে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক। ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটন এক্সপ্রেস ওই স্থানটি অতিক্রম করেছে বলে জানিয়েছেন নাঙ্গলকোট স্টেশন মাস্টার মো. জামাল।

গতকাল বেলা ২টার দিকে কুমিল্লার নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়। ট্রেনের ১৮টি বগির মধ্যে ইঞ্জিনের সঙ্গের ৯টি বগি লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে যায়। এতে সারা দেশের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্টেশনে আটকে পড়ে বেশ কয়েকটি ট্রেন। এতে হাজার হাজার যাত্রী দুর্ভোগে পড়ে।

ট্রেন লাইনচ্যুতির ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় প্রায় ৫০০ মিটার রেললাইন।

 

Comments

The Daily Star  | English

US halts new student visa interviews

The State Department prepares to expand social media vetting of foreign students.

8h ago