জয়দেবপুরে যাত্রীবাহী ও তেলবাহী ট্রেনের সংঘর্ষ

জয়দেবপুরে যাত্রীবাহী ও তেলবাহী ট্রেনের সংঘর্ষ
গাজীপুরের জয়দেবপুর জংশন এলাকায় আজ শুক্রবার সকালে যাত্রীবাহী ও তেলবাহী ট্রেনের সংঘর্ষ হয় | ছবি: সংগৃহীত

গাজীপুরের জয়দেবপুর জংশন এলাকায় যাত্রীবাহী ও তেলবাহী ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে আহত লোকো মাস্টারসহ অন্তত তিনজনকে হাসপাতালে নিয়ে গেছেন স্থানীয় বাসিন্দারা।

আজ শুক্রবার সকাল পৌনে ১১টায় এই দুর্ঘটনা ঘটে।

জয়দেবপুর স্টেশনের কর্মকর্তা সিরাজুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'জয়দেবপুরের আউটার সিগনাল (কাজীবাড়ী) এলাকায় ঢাকা-টাঙ্গাইল লাইনে ঢাকাগামী টাঙ্গাইল কমিউটার ও তেলবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়।'

তিনি বলেন, 'যাত্রীবাহী ট্রেনের একাধিক বগি লাইনচ্যুত হয়েছে।'

জয়দেবপুর জংশন স্পেশাল রেসপন্স টিমের কমান্ডার জাহিদ শেখ বলেন, 'টাঙ্গাইল কমিউটার ট্রেনে তেমন যাত্রী ছিল না। ট্রেনটি ঢাকার দিকে ওয়াশ পিটে যাচ্ছিল। সে সময় একই লাইনে দাঁড়িয়ে থাকা তেলবাহী ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টাঙ্গাইল কমিউটারের লোকো মাস্টার গুরুতর আহত হন। তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।'

জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার হানিফ মিয়া জানান, শুক্রবার বন্ধের দিন থাকায় টাঙ্গাইল কমিউটারের তেমন যাত্রী ছিল না।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের  কর্মকর্তা আবুল ফজল ডেইলি স্টারকে জানিয়েছেন, ট্রেন দুর্ঘটনায় আহত তিনজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

Comments

The Daily Star  | English
Mother and daughter murder in Mohammadpur

Mohammadpur double murder: Mother had 30 stab wounds, daughter had at least 6

‘Didn’t recognise her in a school uniform’: Building manager recounts moment suspect walked out

7h ago