সাগরে গোসলে নেমে মৃত্যু

আরেক চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ১

আসিফ আহমেদ। ছবি: সংগৃহীত

কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে ভেসে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী আসিফ আহমেদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের উপ-পরিচালক তানহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার শহরের সমিতিপাড়া এলাকা থেকে আসিফের মরদেহ উদ্ধার করা হয়।

আসিফ বগুড়া সদর উপজেলার নারুলি দক্ষিণ এলাকার রফিকুল ইসলাম ও উম্মে শরিফা দম্পতির ছেলে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

গতকাল সকালে হিমছড়ি জাদুঘরের পাশের ফুটবল মাঠসংলগ্ন সৈকতে গোসল করতে নামে বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী। তাদের মধ্যে তিনজন—কে এম সাদমান রহমান শাবাব, আসিফ আহমেদ ও অরিত্র হাসান—সমুদ্রে স্রোতের টানে ভেসে যান।
গতকালই শাবাবের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ঢাকার মিরপুর পল্লবী দক্ষিণ এলাকার বাসিন্দা এবং একই বিভাগের শিক্ষার্থী ছিলেন।

এখনো নিখোঁজ আছেন তাদের আরেক বন্ধু অরিত্র হাসান।

ফায়ার সার্ভিস, কোস্টগার্ড এবং পুলিশ অরিত্রকে উদ্ধারের জন্য অভিযান চালাচ্ছে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং সমুদ্র উত্তাল থাকায় উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
 

Comments

The Daily Star  | English
Bangladesh high security alert

Surveillance at entries to Dhaka ramped up

No gatherings or demonstrations will be allowed at the city's entrances tomorrow.

10h ago