ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে চাকা ফেটে নিহত ১

ওসমানী বিমানবন্দর। ছবি: সংগৃহীত

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে (বিমানে উঠার সিঁড়ি) মেরামতের সময় চাকা ফেটে গুরুতর আহত হয়ে একজন মারা গেছেন।

এ ঘটনায় আহত হয়ে আরেকজন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে বিমানবন্দরে মেরামতের কাজের সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোমান আহমদ (২০) সিলেট সদর উপজেলার সাহেবের বাজার এলাকার বাসিন্দা ছিলেন। 

আহত এনামুল একই উপজেলার মহালদি এলাকার বাসিন্দা।

বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ দ্য ডেইলি স্টারকে বলেন, দুপুরে বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে। নিয়মিত মেরামত কাজের সময় দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের দুই কর্মী দুর্ঘটনার শিকার হন।

তিনি বলেন, 'এটি একটি রুটিন কাজ। আমাদের চুক্তিবদ্ধ একটি প্রতিষ্ঠান এ কাজটি করার সময় হঠাৎ কোনো কারণে এ দুর্ঘটনা ঘটে।'

দুর্ঘটনায় গুরুতর আহত রোমানকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালটির উপপরিচালক ডা. আশরাফ আহমেদ ডেইলি স্টারকে বলেন, 'হাসপাতালে আনার পর ভর্তি করে দ্রুত তিনতলায় আইসিইউতে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। আমরা চিকিৎসা শুরু করার সময় পাইনি।‌'

Comments

The Daily Star  | English

Victory day today: A nation born out of blood and grit

The tide of war had turned by mid-December in 1971. The promise of freedom was no longer a dream. It had hardened into tangible certainty.

7h ago