হোমনায় এসিল্যান্ডের গাড়ির চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু
কুমিল্লার হোমনা উপজেলায় সহকারী কমিশনারের (ভূমি) সরকারি গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুই বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে হোমনা উপজেলা পরিষদ কমপ্লেক্সের ভেতরে অবস্থিত টিউলিপ প্রশাসন ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দুর্ঘটনাকবলিত গাড়িটি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ মোফাচ্ছেরের দাপ্তরিক গাড়ি। তবে দুর্ঘটনার সময় তিনি গাড়িতে ছিলেন না।
নিহত শিশু ফাইজা আক্তারের বাবা ফয়জুল হক ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এসকেএফের স্থানীয় বিক্রয় প্রতিনিধি। তাদের গ্রামের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার পুটিয়া গ্রামে।
স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৯টার দিকে সহকারী কমিশনারের গাড়িটি উপজেলা কমপ্লেক্সের ভেতরে ঢোকার পর শিশুটিকে চাপা দেয়।
টিউলিপ প্রশাসন ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মো. ইব্রাহিম বলেন, 'সকালে ফাইজা তার মায়ের সঙ্গে ভাইয়ের স্কুলে এসেছিল। ফাইজার বড় ভাই সাজিদ আয়ান প্রতিষ্ঠানের প্লে গ্রুপের শিক্ষার্থী। চোখের সামনে সন্তানের এমন মর্মান্তিক মৃত্যু দেখে ফাইজার মা বারবার মূর্ছা যাচ্ছেন।'
দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) আহমেদ মোফাচ্ছের।
উপস্থিত সাংবাদিকদের আহমেদ মোফাচ্ছের বলেন, 'দুর্ঘটনার সময় আমি গাড়িতে ছিলাম না। খবর পেয়েই হাসপাতালে এসেছি। শিশুটি আমার সন্তানের মতো। দোষীদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নিতে আমি পূর্ণ সহযোগিতা করব।'
দুর্ঘটনার পর থেকে গাড়িচালক তৈয়বুর হোসেন পলাতক রয়েছেন। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া গেছে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, 'এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলেই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
দুর্ঘটনায় দোষীদের দ্রুত বিচার দাবী করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল বের করেন স্থানীয়রা। একইসঙ্গে তারা উপজেলা কমপ্লেক্সের ভেতরে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আহ্বান জানান।


Comments