যশোরে ২৫ কোটি টাকার ফুল বিক্রি

বসন্ত বরণ-ভালোবাসা দিবসে যশোরে ২৫ কোটি টাকার ফুল বিক্রি
যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ফুলের বাজার। ছবি: সংগৃহীত

বসন্ত বরণ ও ভালোবাসা দিবস উপলক্ষে যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীতে ২৫ কোটি টাকার ফুল বিক্রি হয়েছে।

পাইকারি বাজারে প্রতি পিচ গোলাপ বিক্রি হয়েছে ২৫ টাকা, জারবেরা প্রতি পিস ১৫ টাকা, চায়না গোলাপ ৩৫ টাকা, চন্দ্রমল্লিকা ৪ টাকা, গ্লাডিওলাস বিক্রি হয়েছে প্রতি পিস ১৩ টাকা, রজনীগন্ধা স্টিক প্রতি পিস ১২ টাকা, লিলিয়াম ফুল বিক্রি হয়েছে প্রতি পিস ১০০ টাকা ও গাঁদা প্রতি হাজার বিক্রি হয়েছে ৩৫০ টাকায়।

বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি আবদুর রহিম জানান, সোমবার পর্যন্ত গদখালীর বাজারে ফুল বিক্রি হয়েছে ২৫ কোটি টাকার। শুধুমাত্র সোমবারেই বিক্রি হয়েছে ৩ কোটি টাকার ফুল। বসন্ত বরণ, ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে ফুল বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭০ কোটি টাকা।

আগামী ২১ ফেব্রুয়ারির আগ পর্যন্ত ৭০ কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

July being used as a moneymaking machine: Umama Fatema

Former spokesperson accuses leadership of corruption and control from Hare Road

3h ago